Ajker Patrika

ট্রাম্প নয়, মার্কিন ইহুদিরা ভোট দিয়েছেন কমলাকে: জরিপ

মার্কিন ইহুদিরা ডোনাল্ড ট্রাম্পকে নয়, কমলা হ্যারিসকেই তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন। ছবি: সংগৃহীত
মার্কিন ইহুদিরা ডোনাল্ড ট্রাম্পকে নয়, কমলা হ্যারিসকেই তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন। ছবি: সংগৃহীত

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের পর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার পথেই তিনি। আলাস্কা বা অন্য কোনো অঙ্গরাজ্যে জিতলেই ট্রাম্প হয়ে যাবেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট। তাঁর দরকার আর মাত্র তিন ভোট।

তবে মজার ব্যাপার হলো, সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প খোলে আম ইসরায়েলকে সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করলেও মার্কিন ইহুদিরা তাঁকে খুব একটা ভোট দেননি। তারা বেছে নিয়েছেন কমলাকে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বুথ ফেরত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।

এনবিসি নিউজের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিরা ব্যাপকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। জরিপ অনুসারে, ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের ভোট পেয়েছেন মাত্র ২১ শতাংশ। অথচ, কমলা হ্যারিস তাঁর চেয়ে প্রায় ৪ গুণ বেশি অর্থাৎ ৭৯ শতাংশ ইহুদি ভোট পেয়েছেন।

মার্কিন ইহুদিদের সংগঠন ‘জিউইশ ভার্চুয়াল লাইব্রেরি’ বলছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইহুদি ভোটারদের ৩০ শতাংশ পেয়েছিলেন। তার আগের নির্বাচন অর্থাৎ ২০১৬ সালের নির্বাচনে তাঁকে ভোট দিয়েছিলেন মাত্র ২৪ শতাংশ ইহুদি ভোটার। অর্থাৎ, এবারে আরও কম ভোট পেয়েছেন তিনি।

এর আগে, গত সেপ্টেম্বরে এক ইহুদিবিদ্বেষ বিরোধী নির্বাচনী প্রচারাভিযানে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের ইহুদি ভোটের ৬০ শতাংশ সমর্থন পাওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা ইহুদিদের ওপর যেন এক ধরনের ‘অভিশাপ’ দিয়ে রেখেছে।

ট্রাম্প বলেন, তাঁর পক্ষে চল্লিশ শতাংশ সমর্থন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের সামনে একটি নির্বাচন আছে। তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আপনারা আবারও ডেমোক্র্যাটদের ভোট দেবেন, যদিও সেটা কোনোভাবেই যুক্তিসংগত নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত