Ajker Patrika

রাফাহ অভিযানের মুখে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ 

আপডেট : ০৮ মে ২০২৪, ১৩: ৩৮
রাফাহ অভিযানের মুখে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ 

ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। মূলত, গাজার দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি অভিযানের গতি রুখতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি নেতারা রাফাহে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারেন এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি।’ তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। 
 
ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এর ফল হিসেবে আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি শিপমেন্ট বা চালান বন্ধ করে দিয়েছি। ওই চালানে ২০০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৮০০ বোম, ৫০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৭০০ বোমা ছিল।’ এপি ও এএফপিও একই ধরনে মন্তব্য প্রকাশ করেছিল অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে। 

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘বিশেষ করে আমরা ২ হাজার পাউন্ড ক্ষমতার বোমার ব্যবহার বন্ধ করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছি। গাজার বিভিন্ন অংশে ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশে এই বোমার ক্ষতিকর প্রভাব কী হতে পারে তার দিকে মনোনিবেশ করছি। এ ছাড়া এই চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে সম্পর্কে আমরা এখনো ভাবিনি।’ 

অপর এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরায়েলের প্রতি ধমক বলে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত ইসরায়েলের প্রতি একটি ধমক এবং দেশটির প্রতি এই বার্তা পাঠানো যে, যুক্তরাষ্ট্র রাফাহে অভিযানের বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন। 

অপর চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল অভিমুখী একটি অস্ত্রের চালান অন্তত দুই সপ্তাহ ধরে আটকে আছে। এই চালানে বোয়িংয়ের তৈরি গোলাবারুদ, উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বোমা এবং ছোট ছোট বোমা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত