ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। মূলত, গাজার দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি অভিযানের গতি রুখতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি নেতারা রাফাহে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারেন এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি।’ তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এর ফল হিসেবে আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি শিপমেন্ট বা চালান বন্ধ করে দিয়েছি। ওই চালানে ২০০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৮০০ বোম, ৫০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৭০০ বোমা ছিল।’ এপি ও এএফপিও একই ধরনে মন্তব্য প্রকাশ করেছিল অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে।
বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘বিশেষ করে আমরা ২ হাজার পাউন্ড ক্ষমতার বোমার ব্যবহার বন্ধ করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছি। গাজার বিভিন্ন অংশে ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশে এই বোমার ক্ষতিকর প্রভাব কী হতে পারে তার দিকে মনোনিবেশ করছি। এ ছাড়া এই চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে সম্পর্কে আমরা এখনো ভাবিনি।’
অপর এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরায়েলের প্রতি ধমক বলে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত ইসরায়েলের প্রতি একটি ধমক এবং দেশটির প্রতি এই বার্তা পাঠানো যে, যুক্তরাষ্ট্র রাফাহে অভিযানের বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।
অপর চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল অভিমুখী একটি অস্ত্রের চালান অন্তত দুই সপ্তাহ ধরে আটকে আছে। এই চালানে বোয়িংয়ের তৈরি গোলাবারুদ, উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বোমা এবং ছোট ছোট বোমা আছে।
ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। মূলত, গাজার দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি অভিযানের গতি রুখতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি নেতারা রাফাহে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারেন এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি।’ তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এর ফল হিসেবে আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি শিপমেন্ট বা চালান বন্ধ করে দিয়েছি। ওই চালানে ২০০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৮০০ বোম, ৫০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৭০০ বোমা ছিল।’ এপি ও এএফপিও একই ধরনে মন্তব্য প্রকাশ করেছিল অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে।
বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘বিশেষ করে আমরা ২ হাজার পাউন্ড ক্ষমতার বোমার ব্যবহার বন্ধ করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছি। গাজার বিভিন্ন অংশে ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশে এই বোমার ক্ষতিকর প্রভাব কী হতে পারে তার দিকে মনোনিবেশ করছি। এ ছাড়া এই চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে সম্পর্কে আমরা এখনো ভাবিনি।’
অপর এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরায়েলের প্রতি ধমক বলে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত ইসরায়েলের প্রতি একটি ধমক এবং দেশটির প্রতি এই বার্তা পাঠানো যে, যুক্তরাষ্ট্র রাফাহে অভিযানের বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।
অপর চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল অভিমুখী একটি অস্ত্রের চালান অন্তত দুই সপ্তাহ ধরে আটকে আছে। এই চালানে বোয়িংয়ের তৈরি গোলাবারুদ, উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বোমা এবং ছোট ছোট বোমা আছে।
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খ্রিষ্টান সম্প্রদায়কে অস্থির করার এবং বাইরের হস্তক্ষেপকে বৈধ মোড়কে আনার একটি কৌশল। এর দুই দিন আগে গণমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ক্রিশ্চিয়ান মিলিটারি কাউন্সিল’ গঠন হয়েছে এলিয়াস সাব নামে একজনের নেতৃত্বে। যদিও, এখন পর্যন্ত এই নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
১৪ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর তাতে বেজায় চটেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
৩৫ মিনিট আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গতকাল বুধবার রাতে ঘোষণা করেছেন, তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নতুন ‘ই–ওয়ান’ বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন। তিনি বলেন, ‘এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেটের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়, আন্তর্জাতিক চাপ, সমালোচনার সঙ্গে যেন পাল্লা দিয়েই গাজায় বাড়ছে ইসরায়েলি বর্বরতা। গাজায় অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কয়েকগুণ বেশি আগ্রাসী ইসরায়েল। প্রতিদিনই নির্বিচারে শয়ে শয়ে বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।
২ ঘণ্টা আগে