Ajker Patrika

ফাইজার–বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা 

ফাইজার–বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা 

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে কোভিড–১৯ ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং এর জার্মান সহযোগী বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। প্রতিষ্ঠানটির অভিযোগ, কোভিড–১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে এমআরএনএভিত্তিক যে প্রযুক্তি তাঁরা উদ্ভাবন করেছে সেটা ফাইজার–বায়োএনটেক কপি করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মডার্না যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে ফাইজার–বায়োএনটেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে মডার্নার এমন মামলার প্রতিক্রিয়ায় ফাইজার জানিয়েছে, তাঁরা মডার্নার এমন পদক্ষেপে ‘বিস্মিত’ এবং প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে।

এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, ফাইজার–বায়োএনটেক তাদের দুই ধরনের ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি’ কপি করেছে। এর একটি হলো—কোভিড–১৯ ভ্যাকসিনের এমআরএনএ কাঠামোর সঙ্গে জড়িত। মডার্নার দাবি, তাদের গবেষকেরা ২০১০ সালেই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল এবং ২০১৫ সালে তারা প্রথমবারের মতো এই প্রযুক্তিটি মানবদেহে পরীক্ষা চালায়।

মডার্নার দ্বিতীয় দাবি হলো—ফাইজার–বায়োএনটেক তাদের ভাইরাসের স্পাইক প্রোটিন কোডিংয়ের প্রযুক্তিও কপি করেছে। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যাঁশেল বলেছেন, ‘আমরা কোভিড-১৯ মহামারির এক দশক আগে উদ্ভাবিত এমআরএনএ প্রযুক্তি প্ল্যাটফর্মের সুরক্ষার জন্য এই মামলাগুলো দায়ের করছি। ওই সব প্রযুক্তি তৈরির পেছনে আমাদের কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে এবং আমাদের এসব প্রযুক্তির পেটেন্ট রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত