Ajker Patrika

ফাইজারের ভ্যাকসিন একমাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে

আপডেট : ১৮ মে ২০২১, ১৬: ০৩
ফাইজারের ভ্যাকসিন একমাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে

ঢাকা: মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, আগে ফাইজারের টিকা সংরক্ষণ নিয়ে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এখন তার চেয়ে বেশি সময় ধরে এটি সংরক্ষণ  করা যাবে।

জানা গেছে, ফাইজারের ভ্যাকসিন এতদিন পাঁচ দিন ফ্রিজে সংরক্ষণ করার সুপারিশ করা হয়েছিল । কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, ইনটেক অবস্থায় ভ্যাকসিনগুলো একমাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে।

বিশ্লেষকরা বলছেন, ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করতে পারায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এর আগে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের শর্ত কঠোর হওয়ায় বিশ্বের অনেক দেশ এটি নিতে পারছিল না। গত ফেব্রুয়ারিতে মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন দুই সপ্তাহ সংরক্ষণ করা যাবে বলে জানায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) । এর আগে ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছিল যে, সংরক্ষণ করতে হবে প্রায় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত