অনলাইন ডেস্ক
ইলন মাস্কের প্রায় যোগাযোগবিচ্ছিন্ন সন্তান জেভিয়ার বর্তমানে ভিভিয়ান জেনা উইলসন নামে পরিচিত। বিনোদনবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ই-নিউজের বরাত দিয়ে আজ সোমবার এই খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
২০ বছর বয়সী ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান। বর্তমানে তিনি টোকিওতে ভাষা শিক্ষার জন্য অবস্থান করছেন। তাঁর লক্ষ্য একজন ভালো অনুবাদক হওয়া।
২০০৪ সালে জন্ম নেওয়া ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রীর পাঁচ সন্তানের মধ্যে একজন। ২০০৮ সালে মাস্ক ও জাস্টিন উইলসনের বিবাহবিচ্ছেদ হয়। ১৬ বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশ করার পর নিজের নাম পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করেন ভিভিয়ান। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তিনি আর তাঁর বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।
গত সপ্তাহে টিন-ভগকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, তাঁর জাপান যাওয়ার সিদ্ধান্তে মাস্ক কোনোভাবেই জড়িত নন। লস অ্যাঞ্জেলেসে ধনী-গরিবের বিশাল বৈষম্য দেখেই তিনি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
ভিভিয়ান বলেন, ‘এমন কোনো সমাজ থাকা উচিত নয়, যেখানে কেউ কেউ একাধিক ব্যক্তিগত বিমান, দ্বীপ বা অন্য কোনো বিলাসবহুল সম্পত্তির মালিক—অথচ অন্যরা রাস্তায় ঘুমাচ্ছে।’
নিজের বাবা ইলন মাস্ক সম্পর্কে তিনি বলেন, ‘তিনি কিছুই পরোয়া করেন না। তিনি একজন নাজুক শিশুসুলভ মানুষ। তার সঙ্গে যুক্ত থাকাটাই বিরক্তিকর।’
উইলসন দাবি করেন, ২০২০ সালের পর থেকে তিনি তাঁর বাবার সঙ্গে কোনো কথা বলেননি।
গত বছর কানাডীয় মনোবিজ্ঞানী ড. জর্ডান পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সন্তান ভিভিয়ান ‘ওয়োক মাইন্ড ভাইরাসে’ আক্রান্ত। তিনি আরও জানান, তিনি ভিভিয়ানের জন্য এমন কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে প্রতারিত হয়েছিলেন, যা সম্পর্কে তখন তাঁর কোনো স্পষ্ট ধারণা ছিল না।
সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন টেসলার ডিলারশিপ ও গাড়িগুলোর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকার জন্যই এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের প্রতি কঠোর অবস্থান প্রকাশ করে এক্সে একটি পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। এতে তিনি লিখেছেন, ‘ট্রান্সজেন্ডারদের সহিংস হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। হরমোন ইনজেকশন তাদের মধ্যে চরম আবেগীয় অস্থিরতা তৈরি করে।’
এদিকে ট্রাম্প প্রশাসন ট্রান্সজেন্ডারদের জন্য বাইডেন সরকারের গৃহীত বেশ কিছু আইন বাতিল করেছে; বিশেষ করে ১৯ বছরের কম বয়সী ব্যক্তিদের লৈঙ্গিক পরিবর্তনসংক্রান্ত চিকিৎসায় ফেডারেল সহায়তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আরও খবর পড়ুন:
ইলন মাস্কের প্রায় যোগাযোগবিচ্ছিন্ন সন্তান জেভিয়ার বর্তমানে ভিভিয়ান জেনা উইলসন নামে পরিচিত। বিনোদনবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ই-নিউজের বরাত দিয়ে আজ সোমবার এই খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
২০ বছর বয়সী ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান। বর্তমানে তিনি টোকিওতে ভাষা শিক্ষার জন্য অবস্থান করছেন। তাঁর লক্ষ্য একজন ভালো অনুবাদক হওয়া।
২০০৪ সালে জন্ম নেওয়া ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রীর পাঁচ সন্তানের মধ্যে একজন। ২০০৮ সালে মাস্ক ও জাস্টিন উইলসনের বিবাহবিচ্ছেদ হয়। ১৬ বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশ করার পর নিজের নাম পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করেন ভিভিয়ান। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তিনি আর তাঁর বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।
গত সপ্তাহে টিন-ভগকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, তাঁর জাপান যাওয়ার সিদ্ধান্তে মাস্ক কোনোভাবেই জড়িত নন। লস অ্যাঞ্জেলেসে ধনী-গরিবের বিশাল বৈষম্য দেখেই তিনি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
ভিভিয়ান বলেন, ‘এমন কোনো সমাজ থাকা উচিত নয়, যেখানে কেউ কেউ একাধিক ব্যক্তিগত বিমান, দ্বীপ বা অন্য কোনো বিলাসবহুল সম্পত্তির মালিক—অথচ অন্যরা রাস্তায় ঘুমাচ্ছে।’
নিজের বাবা ইলন মাস্ক সম্পর্কে তিনি বলেন, ‘তিনি কিছুই পরোয়া করেন না। তিনি একজন নাজুক শিশুসুলভ মানুষ। তার সঙ্গে যুক্ত থাকাটাই বিরক্তিকর।’
উইলসন দাবি করেন, ২০২০ সালের পর থেকে তিনি তাঁর বাবার সঙ্গে কোনো কথা বলেননি।
গত বছর কানাডীয় মনোবিজ্ঞানী ড. জর্ডান পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সন্তান ভিভিয়ান ‘ওয়োক মাইন্ড ভাইরাসে’ আক্রান্ত। তিনি আরও জানান, তিনি ভিভিয়ানের জন্য এমন কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে প্রতারিত হয়েছিলেন, যা সম্পর্কে তখন তাঁর কোনো স্পষ্ট ধারণা ছিল না।
সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন টেসলার ডিলারশিপ ও গাড়িগুলোর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকার জন্যই এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের প্রতি কঠোর অবস্থান প্রকাশ করে এক্সে একটি পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। এতে তিনি লিখেছেন, ‘ট্রান্সজেন্ডারদের সহিংস হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। হরমোন ইনজেকশন তাদের মধ্যে চরম আবেগীয় অস্থিরতা তৈরি করে।’
এদিকে ট্রাম্প প্রশাসন ট্রান্সজেন্ডারদের জন্য বাইডেন সরকারের গৃহীত বেশ কিছু আইন বাতিল করেছে; বিশেষ করে ১৯ বছরের কম বয়সী ব্যক্তিদের লৈঙ্গিক পরিবর্তনসংক্রান্ত চিকিৎসায় ফেডারেল সহায়তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আরও খবর পড়ুন:
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
২ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে