পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান বলেছেন, ‘আমি একপ্রকার গৃহবন্দী। দেশের সামরিক এস্টাবলিশমেন্ট নির্বাচনের ভয়ে ‘অবশ’ হয়ে গেছে। কারণ, তাঁরা ভয় করছে যে, নির্বাচনে পিটিআই ভূমিধস জয় অর্জন করবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ দাবি করেন।
পাকিস্তানে নির্বাচন নিয়ে নানা ধরনের রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ শুক্রবার ঘোষণা দিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৯ আগস্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। এ ঘোষণার ঠিক এক দিন আগে ইমরান খান এই মন্তব্য করেন।
লাহোর থেকে ভিডিও কলের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, দলের নারী-পুরুষনির্বিশেষে কর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তার পরও দল এখনো যথেষ্ট অক্ষত রয়েছে। কিছু কিছু নেতা চাপের মুখে পড়ে দলত্যাগ করেছেন জানিয়ে ইমরান খান বলেন, ‘এখনো দলের অন্তত ১০ হাজার নেতা-কর্মী (নারী কর্মীসহ) জেলে রয়েছেন। তাঁদের অনেককেই হেফাজতে নেওয়ার নামে নির্যাতন করা হয়েছে।’
তিনি নিজেকে একপ্রকার গৃহবন্দী বলে দাবি করে বলেন, ‘আমি নিজেও একপ্রকার গৃহবন্দী।’ তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার একমাত্র সমাধান।’ পিটিআই চেয়ারম্যান দুঃখ করে বলেন, দেশে অঘোষিত সামরিক আইন চলছে এবং দেশ অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে।
পিটিআই সরকারের ওপর থেকে এস্টাবলিশমেন্টের সমর্থন সরিয়ে নেওয়ার পর ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন। অনুষ্ঠানের সঞ্চালক বিষয়টি প্রতারণাপূর্ণ কি না—জানতে চাইলে ইমরান খান বলেন, তাঁর দল কোনো সামরিক এস্টাবলিশমেন্টের সমর্থনে তৈরি হয়নি। তিনি বলেন, ‘পিটিআই সেনাবাহিনীর কারণে ক্ষমতায় আসেনি। তবে ২০১৮ সালে পিটিআই সেনাবাহিনীর বিরোধিতা করেনি বলেই ক্ষমতায় এসেছিল।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি ২২ বছরেরও বেশি সময় ধরে তাঁর দলকে শূন্য থেকে তৈরি করেছেন। তাঁর দলের ওপর যে জনগণের প্রকৃত সমর্থন রয়েছে, তা প্রমাণিত হয় পিটিআই সরকারের পতনের পরও ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করার মধ্য দিয়ে।
ইমরান খান দাবি করেন, আদালতের রায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পিটিআইয়ের নেতা-কর্মীরা কেউই ৯ মের কোনো সহিংসতায় জড়িত ছিলেন না। এ সময় তিনি নিজেকেও নির্দোষ বলে দাবি করে বলেন, ‘আমি একেবারেই দোষী নই।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান বলেছেন, ‘আমি একপ্রকার গৃহবন্দী। দেশের সামরিক এস্টাবলিশমেন্ট নির্বাচনের ভয়ে ‘অবশ’ হয়ে গেছে। কারণ, তাঁরা ভয় করছে যে, নির্বাচনে পিটিআই ভূমিধস জয় অর্জন করবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ দাবি করেন।
পাকিস্তানে নির্বাচন নিয়ে নানা ধরনের রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ শুক্রবার ঘোষণা দিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৯ আগস্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। এ ঘোষণার ঠিক এক দিন আগে ইমরান খান এই মন্তব্য করেন।
লাহোর থেকে ভিডিও কলের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, দলের নারী-পুরুষনির্বিশেষে কর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তার পরও দল এখনো যথেষ্ট অক্ষত রয়েছে। কিছু কিছু নেতা চাপের মুখে পড়ে দলত্যাগ করেছেন জানিয়ে ইমরান খান বলেন, ‘এখনো দলের অন্তত ১০ হাজার নেতা-কর্মী (নারী কর্মীসহ) জেলে রয়েছেন। তাঁদের অনেককেই হেফাজতে নেওয়ার নামে নির্যাতন করা হয়েছে।’
তিনি নিজেকে একপ্রকার গৃহবন্দী বলে দাবি করে বলেন, ‘আমি নিজেও একপ্রকার গৃহবন্দী।’ তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার একমাত্র সমাধান।’ পিটিআই চেয়ারম্যান দুঃখ করে বলেন, দেশে অঘোষিত সামরিক আইন চলছে এবং দেশ অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে।
পিটিআই সরকারের ওপর থেকে এস্টাবলিশমেন্টের সমর্থন সরিয়ে নেওয়ার পর ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন। অনুষ্ঠানের সঞ্চালক বিষয়টি প্রতারণাপূর্ণ কি না—জানতে চাইলে ইমরান খান বলেন, তাঁর দল কোনো সামরিক এস্টাবলিশমেন্টের সমর্থনে তৈরি হয়নি। তিনি বলেন, ‘পিটিআই সেনাবাহিনীর কারণে ক্ষমতায় আসেনি। তবে ২০১৮ সালে পিটিআই সেনাবাহিনীর বিরোধিতা করেনি বলেই ক্ষমতায় এসেছিল।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি ২২ বছরেরও বেশি সময় ধরে তাঁর দলকে শূন্য থেকে তৈরি করেছেন। তাঁর দলের ওপর যে জনগণের প্রকৃত সমর্থন রয়েছে, তা প্রমাণিত হয় পিটিআই সরকারের পতনের পরও ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করার মধ্য দিয়ে।
ইমরান খান দাবি করেন, আদালতের রায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পিটিআইয়ের নেতা-কর্মীরা কেউই ৯ মের কোনো সহিংসতায় জড়িত ছিলেন না। এ সময় তিনি নিজেকেও নির্দোষ বলে দাবি করে বলেন, ‘আমি একেবারেই দোষী নই।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৬ ঘণ্টা আগে