রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়।
তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্যাপন করব।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো।
সূত্র: জিও নিউজ
রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়।
তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্যাপন করব।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো।
সূত্র: জিও নিউজ
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
২৪ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগে