রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়।
তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্যাপন করব।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো।
সূত্র: জিও নিউজ
রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়।
তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্যাপন করব।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো।
সূত্র: জিও নিউজ
আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কমিটি। এর ফলে আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
৪০ মিনিট আগেইংল্যান্ডের ম্যানচেস্টারে সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলা চালানো জিহাদ আল-শামি ধর্ষণের মামলায় জামিনে ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান। এই বছরের শুরুর দিকে একটি যৌন নিপীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল।
২ ঘণ্টা আগেগাজা শান্তি প্রস্তাব মেনে নিতে হামাসকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব অমান্য করলে ফলাফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠীটি আগামী রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে তার ২০ দফা গাজা...
৩ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিল ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ‘ইয়োম কিপুর’। এ দিন ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ভয়াবহ হামলার ঘটনা ঘটান জিহাদ আল-শামি। ৩৫ বছর বয়সী এই ব্যক্তি গাড়ি চালিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালান। এতে দুজন নিহত ও তি
৪ ঘণ্টা আগে