পাকিস্তানের একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুশরা বিবির আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, কারাগারে স্থানান্তরের ব্যাপারে বুশরা বিবির আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং তার বাড়িতে বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগ এনেছিলেন। তিনি এবং তার আইনজীবীরা অভিযোগে আরও বলেছিলেন যে, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। তবে দেশটির কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে গত জানুয়ারি মাসে ইমরান-বুশরা দম্পতি দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইসলামাবাদে ইমরান খানের হিলটপ ম্যানশনের বাড়ির একটি কক্ষে বুশরা বিবিকে গৃহবন্দী করে রাখা হয়।
ইসলামাবাদ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা আফহাল আহমাদ বলেছেন, আইনজীবীদের মাধ্যমে বুশরা বিবি তাকে কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরের কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেওয়া হয়েছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এক বিবৃতিতে বলেছে যে, বুশরা বিবিকে এবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানেই বন্দী আছেন ৭০ বছর বয়সী ইমরান খান।
এর আগে, গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ এক প্রশ্নের জবাবে বলেছেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলায় জড়িত একটি পক্ষের সঙ্গে কোনো চুক্তির ব্যাপারে আলোচনা করা সম্ভব নয়।
তিনি ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে গত বছরের ৯ মে পিটিআই সমর্থকদের সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথা উল্লেখ করে বলেছিলেন যে, হামলায় জড়িতদের আগে ক্ষমা চাইতে হবে। এরপরই কেবল তারা আলোচনার জন্য অনুরোধ করতে পারে।
এ প্রসঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ কায়সার স্থানীয় এআরওয়াই টিভিকে বলেছেন যে, কোনো ধরনের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর জেনারেলরা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন বলে অভিযোগ করে আসছেন ইমরান। তবে পাকিস্তান সেনাবাহিনী বরাবরই ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করছে।
পাকিস্তানের একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুশরা বিবির আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, কারাগারে স্থানান্তরের ব্যাপারে বুশরা বিবির আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং তার বাড়িতে বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগ এনেছিলেন। তিনি এবং তার আইনজীবীরা অভিযোগে আরও বলেছিলেন যে, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। তবে দেশটির কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে গত জানুয়ারি মাসে ইমরান-বুশরা দম্পতি দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইসলামাবাদে ইমরান খানের হিলটপ ম্যানশনের বাড়ির একটি কক্ষে বুশরা বিবিকে গৃহবন্দী করে রাখা হয়।
ইসলামাবাদ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা আফহাল আহমাদ বলেছেন, আইনজীবীদের মাধ্যমে বুশরা বিবি তাকে কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরের কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেওয়া হয়েছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এক বিবৃতিতে বলেছে যে, বুশরা বিবিকে এবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানেই বন্দী আছেন ৭০ বছর বয়সী ইমরান খান।
এর আগে, গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ এক প্রশ্নের জবাবে বলেছেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলায় জড়িত একটি পক্ষের সঙ্গে কোনো চুক্তির ব্যাপারে আলোচনা করা সম্ভব নয়।
তিনি ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে গত বছরের ৯ মে পিটিআই সমর্থকদের সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথা উল্লেখ করে বলেছিলেন যে, হামলায় জড়িতদের আগে ক্ষমা চাইতে হবে। এরপরই কেবল তারা আলোচনার জন্য অনুরোধ করতে পারে।
এ প্রসঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ কায়সার স্থানীয় এআরওয়াই টিভিকে বলেছেন যে, কোনো ধরনের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর জেনারেলরা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন বলে অভিযোগ করে আসছেন ইমরান। তবে পাকিস্তান সেনাবাহিনী বরাবরই ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করছে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৮টি দাবিতে গত বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করে বিক্ষোভকারীরা। চলমান এই সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা ১৫ জন ছাড়িয়েছে। যাদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তাও রয়েছে।
৩৫ মিনিট আগেআফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কমিটি। এর ফলে আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের ম্যানচেস্টারে সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলা চালানো জিহাদ আল-শামি ধর্ষণের মামলায় জামিনে ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান। এই বছরের শুরুর দিকে একটি যৌন নিপীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল।
৩ ঘণ্টা আগেগাজা শান্তি প্রস্তাব মেনে নিতে হামাসকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব অমান্য করলে ফলাফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠীটি আগামী রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে তার ২০ দফা গাজা...
৪ ঘণ্টা আগে