বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দামেস্কের প্রধান বিমানবন্দর থেকে আমিরাতের শারজার উদ্দেশে প্রথম ফ্লাইট উড্ডয়ন করে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সদ্য বিদায়ী বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ত্রাণবাহী উড়োজাহাজ এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হলেও বেশ আগেই আবার চালু হয়।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দামেস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শারজার উদ্দেশে উড্ডয়ন করে।
বিদেশি কূটনীতিকেরা এরই মধ্যে দেশটিতে ঘুরে গেছেন। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে প্রায় ১৩ বছর পর দামেস্কে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। দামেস্ক থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা।
গত রোববার ফ্লাইট চালুর বিষয়টি জানিয়ে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানান, রাজধানী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এ দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে।
এদিকে তুরস্ক ও কাতার সিরিয়াকে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি জাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছে। আসাদের শাসনামলে অবকাঠামোগত ক্ষতির কারণে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সহায়তা হিসেবে দুটি জাহাজ দেওয়া হচ্ছে। তবে কখন সিরিয়া এই দুটি জাহাজ গ্রহণ করবে, তা উল্লেখ করা হয়নি।
এদিকে গতকাল সোমবার সিরিয়ায় শাসন কাঠামোর সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। এই অব্যাহতি বলবৎ থাকবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে জ্বালানি লেনদেন এবং ব্যক্তিগত রেমিট্যান্সের মাধ্যমে সিরিয়ায় অর্থ পাঠানো যাবে।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দামেস্কের প্রধান বিমানবন্দর থেকে আমিরাতের শারজার উদ্দেশে প্রথম ফ্লাইট উড্ডয়ন করে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সদ্য বিদায়ী বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ত্রাণবাহী উড়োজাহাজ এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হলেও বেশ আগেই আবার চালু হয়।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দামেস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শারজার উদ্দেশে উড্ডয়ন করে।
বিদেশি কূটনীতিকেরা এরই মধ্যে দেশটিতে ঘুরে গেছেন। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে প্রায় ১৩ বছর পর দামেস্কে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। দামেস্ক থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা।
গত রোববার ফ্লাইট চালুর বিষয়টি জানিয়ে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানান, রাজধানী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এ দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে।
এদিকে তুরস্ক ও কাতার সিরিয়াকে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি জাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছে। আসাদের শাসনামলে অবকাঠামোগত ক্ষতির কারণে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সহায়তা হিসেবে দুটি জাহাজ দেওয়া হচ্ছে। তবে কখন সিরিয়া এই দুটি জাহাজ গ্রহণ করবে, তা উল্লেখ করা হয়নি।
এদিকে গতকাল সোমবার সিরিয়ায় শাসন কাঠামোর সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। এই অব্যাহতি বলবৎ থাকবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে জ্বালানি লেনদেন এবং ব্যক্তিগত রেমিট্যান্সের মাধ্যমে সিরিয়ায় অর্থ পাঠানো যাবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩৮ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে