যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থেমে নেই। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে লেবাননে মৃত্যুর সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
সিএনএন—এর প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যা মূলত এই অঞ্চলে একটি যুদ্ধবিরতি চুক্তির জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, যদিও চুক্তি আগের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছে, তবে এটি এখনো সম্পূর্ণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, মধ্যস্থতাকারীদের এখনো কোনো চূড়ান্ত সম্মতি দেওয়া হয়নি। এদিকে, এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, ‘আমরা এই পথে এগিয়ে যাচ্ছি, তবে এখনো কিছু বিষয় সমাধান করতে হবে।
কিছুদিন আগে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। হিজবুল্লাহ সেই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে। কেউ কেউ আশা করছেন, এটি স্বল্প মেয়াদি যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
গত সেপ্টেম্বরে হিজবুল্লাহকে ধ্বংস করা লক্ষ্য নিয়ে ইসরায়েল-লেবানন সীমান্তে আক্রমণ শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েল লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশটি হিজবুল্লাহর একাধিক নেতাকে হত্যা করেছে। যাদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হাসান নাসরুল্লাহও রয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস হখস্টেইন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, যাতে একটি চুক্তি করা যায়। রোববার সিএনএনের বিশ্লেষক এবং অ্যাক্সিওস প্রতিবেদক বারাক রাভিদ এক সূত্রের বরাত দিয়ে বলেছেন, হখস্টেইন শনিবার ওয়াশিংটনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, ইসরায়েল যদি যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া না দেয়, তাহলে তিনি মধ্যস্থতার প্রচেষ্টা থেকে সরে আসবেন।
এর আগে, গতকাল রোববার এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে, শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত এবং ২১৩ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে বৈরুতের ঘনবসতিপূর্ণ একটি এলাকায় একটি বহুতল ভবনে হামলায় প্রায় ৩০ জন নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের ফলে মোট ৩ হাজার ৭২ জন নিহত এবং ১৩ হাজার ৪২৬ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থেমে নেই। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে লেবাননে মৃত্যুর সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
সিএনএন—এর প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যা মূলত এই অঞ্চলে একটি যুদ্ধবিরতি চুক্তির জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, যদিও চুক্তি আগের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছে, তবে এটি এখনো সম্পূর্ণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, মধ্যস্থতাকারীদের এখনো কোনো চূড়ান্ত সম্মতি দেওয়া হয়নি। এদিকে, এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, ‘আমরা এই পথে এগিয়ে যাচ্ছি, তবে এখনো কিছু বিষয় সমাধান করতে হবে।
কিছুদিন আগে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। হিজবুল্লাহ সেই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে। কেউ কেউ আশা করছেন, এটি স্বল্প মেয়াদি যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
গত সেপ্টেম্বরে হিজবুল্লাহকে ধ্বংস করা লক্ষ্য নিয়ে ইসরায়েল-লেবানন সীমান্তে আক্রমণ শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েল লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশটি হিজবুল্লাহর একাধিক নেতাকে হত্যা করেছে। যাদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হাসান নাসরুল্লাহও রয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস হখস্টেইন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, যাতে একটি চুক্তি করা যায়। রোববার সিএনএনের বিশ্লেষক এবং অ্যাক্সিওস প্রতিবেদক বারাক রাভিদ এক সূত্রের বরাত দিয়ে বলেছেন, হখস্টেইন শনিবার ওয়াশিংটনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, ইসরায়েল যদি যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া না দেয়, তাহলে তিনি মধ্যস্থতার প্রচেষ্টা থেকে সরে আসবেন।
এর আগে, গতকাল রোববার এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে, শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত এবং ২১৩ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে বৈরুতের ঘনবসতিপূর্ণ একটি এলাকায় একটি বহুতল ভবনে হামলায় প্রায় ৩০ জন নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের ফলে মোট ৩ হাজার ৭২ জন নিহত এবং ১৩ হাজার ৪২৬ জন আহত হয়েছেন।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে