অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পূর্ণ উদ্যমে হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ গতকাল মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৬০ জন নিহত হয়েছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করতে গিয়ে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। গাজা শহরের দক্ষিণের আল-জাইতুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণে এক নারী নিহত হন। গাজার উত্তরের জাবালিয়ার পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় বিমান হামলাও অব্যাহত রয়েছে।
গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। শহরের আল-কাতিবা এলাকার আশপাশ এবং স্ট্রিট ৫-এও গোলাবর্ষণ করা হয়েছে। এই পরিস্থিতিতে হামাস বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা এর জন্য ‘ইসরায়েল-আমেরিকা পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে’ দায়ী করেছে।
হামাসের ভাষ্য, ত্রাণ বিতরণের এই ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণে এখন পর্যন্ত ৫১৬ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ৭৯৯ জন, এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। এক বিবৃতিতে হামাস বলেছে, গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের স্থানগুলোকে ‘ইচ্ছাকৃত মৃত্যুকূপ’ বানিয়েছে ইসরায়েল। খাদ্য সরবরাহকে হাতিয়ার বানিয়ে তারা পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অনাহার, অপমান এবং গণহত্যার শিকার করছে।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অপরাধ আন্তর্জাতিক সহায়তা এবং লজ্জাজনক নীরবতার মধ্যে চলছে। এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।’ বিবৃতিতে হামাস অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা নিরাপদ, জাতিসংঘ-পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে।
এ ছাড়া হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজায় ২ মিলিয়নের বেশি অবরুদ্ধ ফিলিস্তিনির ওপর চলমান ‘গণহত্যা-যুদ্ধ’ বন্ধে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পূর্ণ উদ্যমে হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ গতকাল মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৬০ জন নিহত হয়েছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করতে গিয়ে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। গাজা শহরের দক্ষিণের আল-জাইতুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণে এক নারী নিহত হন। গাজার উত্তরের জাবালিয়ার পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় বিমান হামলাও অব্যাহত রয়েছে।
গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। শহরের আল-কাতিবা এলাকার আশপাশ এবং স্ট্রিট ৫-এও গোলাবর্ষণ করা হয়েছে। এই পরিস্থিতিতে হামাস বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা এর জন্য ‘ইসরায়েল-আমেরিকা পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে’ দায়ী করেছে।
হামাসের ভাষ্য, ত্রাণ বিতরণের এই ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণে এখন পর্যন্ত ৫১৬ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ৭৯৯ জন, এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। এক বিবৃতিতে হামাস বলেছে, গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের স্থানগুলোকে ‘ইচ্ছাকৃত মৃত্যুকূপ’ বানিয়েছে ইসরায়েল। খাদ্য সরবরাহকে হাতিয়ার বানিয়ে তারা পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অনাহার, অপমান এবং গণহত্যার শিকার করছে।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অপরাধ আন্তর্জাতিক সহায়তা এবং লজ্জাজনক নীরবতার মধ্যে চলছে। এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।’ বিবৃতিতে হামাস অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা নিরাপদ, জাতিসংঘ-পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে।
এ ছাড়া হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজায় ২ মিলিয়নের বেশি অবরুদ্ধ ফিলিস্তিনির ওপর চলমান ‘গণহত্যা-যুদ্ধ’ বন্ধে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে