Ajker Patrika

সেলুনে ট্যাটু, শেভিং রেজর ব্যবহার নিয়ে সৌদি আরবে আইন

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০০: ১১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মিউনিসিপালিটি ও হাউজিং মন্ত্রণালয় নতুন স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন আইন চালু করেছে। এই আইনের আওতায় ট্যানিং বেড (আলোকরশ্মি ব্যবহার করে শরীরের রং পরিবর্তন) ও ট্যাটু করা নিষিদ্ধ করা হয়েছে। আইনটি ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে।

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন মূলত সেলুনে জনস্বাস্থ্য নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। এর আওতায় সেলুনগুলোতে জীবাণুমুক্তকরণ যন্ত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া, সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদিত প্রসাধনী ও পণ্যই শুধু সেলুনে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনগুলো সৌদি আরব পুরুষদের গ্রুমিং সেবা খাত আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব করার অংশ হিসেবে বিবেচনা করছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সেবার মান উন্নত করতে ও এ খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছি।’

আরও কিছু স্বাস্থ্যবিধি অনুযায়ী কর্মীদের আচরণেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেমন সেবা দেওয়ার সময় নাক বা মুখ স্পর্শ করা নিষিদ্ধ ও অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে কাজ থেকে বিরত থাকতে হবে।

স্বাস্থ্যবিধি রক্ষায় সেলুনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ ও নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত