হামাস নেতা খালিদ মেশাল বলেছেন, গাজায় ইসরায়েল যা ঘটাচ্ছে, তা কেবল হলোকাস্টের সঙ্গেই তুলনীয়। আজ সোমবার সকালে দেওয়া এক ভাষণে তিনি আরও বললেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তির ইসরায়েলিদের বিরুদ্ধে শিগগির বিজয় আসবে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের এই নেতা আরও বলেন, সব ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বন্ধ হয়ে গিয়েছিল বলেই ৭ অক্টোবরের ঘটনা ঘটতে পেরেছে এবং সেই দিনের পর হামাস তার কৌশলগত ফল অর্জন করেছে। এ সময় তিনি হিজবুল্লাহ, হুতিসহ যেসব গোষ্ঠী ফিলিস্তিনি জনগণ ও হামাসকে সমর্থন দিয়েছে, তাদের ধন্যবাদ জানান। আরব দেশগুলো গাজায় অর্থায়ন করায় তাদেরও ধন্যবাদ জানান তিনি।
খালিদ মেশাল দাবি করেন, গাজায় ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলেছে। এ সময় তিনি আরও দাবি করেন, ইসরায়েল জর্ডান ও মিসরের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই দেশটি গাজা ও লেবাননে হামলা চালানো শুরু করে।
হামাসের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘যদিও ইসরায়েল ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে কিছুটা অগ্রগতি অর্জন করেছে, কিন্তু তারপরও সামগ্রিকভাবে তারা পরাজিত হয়েছে।’ এ সময় তিনি ফিলিস্তিনিদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা হতাশ হবেন না, আমরা শিগগির বিজয়ী হব।’
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর হঠাৎ ইসরায়েলে হামলা চালায়। এই হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়। আর হামাসের হাতে জিম্মি হয় ২০০ ইসরায়েলি। ওই দিনই হামাস নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান এখনো চলছে। আর এই যুদ্ধ চলাকালে এমন কোনো দিন নেই যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হাতে ফিলিস্তিনি নিহত হয়নি।
এ নিয়ে ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ৯৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এর জবাবে পাল্টা হামলার শিকার হয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে। এই হামলায় হতাহতের ঘটনা জানা যায়নি।
হামাস নেতা খালিদ মেশাল বলেছেন, গাজায় ইসরায়েল যা ঘটাচ্ছে, তা কেবল হলোকাস্টের সঙ্গেই তুলনীয়। আজ সোমবার সকালে দেওয়া এক ভাষণে তিনি আরও বললেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তির ইসরায়েলিদের বিরুদ্ধে শিগগির বিজয় আসবে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের এই নেতা আরও বলেন, সব ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বন্ধ হয়ে গিয়েছিল বলেই ৭ অক্টোবরের ঘটনা ঘটতে পেরেছে এবং সেই দিনের পর হামাস তার কৌশলগত ফল অর্জন করেছে। এ সময় তিনি হিজবুল্লাহ, হুতিসহ যেসব গোষ্ঠী ফিলিস্তিনি জনগণ ও হামাসকে সমর্থন দিয়েছে, তাদের ধন্যবাদ জানান। আরব দেশগুলো গাজায় অর্থায়ন করায় তাদেরও ধন্যবাদ জানান তিনি।
খালিদ মেশাল দাবি করেন, গাজায় ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলেছে। এ সময় তিনি আরও দাবি করেন, ইসরায়েল জর্ডান ও মিসরের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই দেশটি গাজা ও লেবাননে হামলা চালানো শুরু করে।
হামাসের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘যদিও ইসরায়েল ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে কিছুটা অগ্রগতি অর্জন করেছে, কিন্তু তারপরও সামগ্রিকভাবে তারা পরাজিত হয়েছে।’ এ সময় তিনি ফিলিস্তিনিদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা হতাশ হবেন না, আমরা শিগগির বিজয়ী হব।’
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর হঠাৎ ইসরায়েলে হামলা চালায়। এই হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়। আর হামাসের হাতে জিম্মি হয় ২০০ ইসরায়েলি। ওই দিনই হামাস নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান এখনো চলছে। আর এই যুদ্ধ চলাকালে এমন কোনো দিন নেই যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হাতে ফিলিস্তিনি নিহত হয়নি।
এ নিয়ে ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ৯৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এর জবাবে পাল্টা হামলার শিকার হয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে। এই হামলায় হতাহতের ঘটনা জানা যায়নি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৮ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে