ব্রাজিলের আমাজন জঙ্গলে বসবাসকারী একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর এক যুবক সংক্ষিপ্ত সময়ের জন্য বাইরের বিশ্বের মানুষের সংস্পর্শে এসে আবারও তাঁর নিজ গোষ্ঠীতে ফিরে গেছেন। ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, যুবকটি মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁর উপজাতির কাছে ফিরে যান।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের পুরুস নদীর তীরবর্তী বেলা রোসা গ্রামে বিরল ওই ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবকটি খালি পায়ে এবং ছোট একটি নেংটি পরে এসেছিলেন। তাঁকে বেশ শান্ত ও সুস্থ দেখাচ্ছিল। আর তাঁর হাতে ছিল দুটি কাঠের গুঁড়ি। স্থানীয়রা ধারণা করছে, যুবকটি আগুন চাইতে এসেছিল।
এ অবস্থায় এক গ্রামবাসী ওই যুবকটিকে লাইটার ব্যবহার করতে শেখানোর চেষ্টা করেন। কিন্তু এটি যুবকের কাছে কিছুতেই বোধগম্য হয়নি।
খবরটি পাওয়া মাত্রই ফুনাই-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে কাছের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। যেহেতু বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের জগতের মানুষের চেয়ে দুর্বল, তাই একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দলও পাঠানো হয় সেখানে। যুবকটি যেন কোনো রোগে আক্রান্ত না হয়, সেই চেষ্টাই করেছে দলটি।
গত বৃহস্পতিবার বিকেলে যুবকটি স্বেচ্ছায় আবার গভীর জঙ্গলে ফিরে যান। ব্রাজিলের সরকারি সংস্থাটি নিশ্চিত করেছে, যুবকটি নিজের ইচ্ছায়ই আবারও জঙ্গলে ফিরে গেছে।
ব্রাজিল সরকার এই ধরনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে না। বরং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষিত ও পর্যবেক্ষণাধীন এলাকা নির্ধারণ করে দেয়।
এই ঘটনার পর ব্রাজিল সরকার ওই আদিবাসী জনগোষ্ঠীর অঞ্চলে যেন কেউ প্রবেশ না করে, তার জন্য কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত মামোরিয়া গ্রান্ডের কাছেই এই বিরল সাক্ষাতের ঘটনা ঘটেছে।
ব্রাজিলের আমাজন জঙ্গলে বসবাসকারী একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর এক যুবক সংক্ষিপ্ত সময়ের জন্য বাইরের বিশ্বের মানুষের সংস্পর্শে এসে আবারও তাঁর নিজ গোষ্ঠীতে ফিরে গেছেন। ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, যুবকটি মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁর উপজাতির কাছে ফিরে যান।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের পুরুস নদীর তীরবর্তী বেলা রোসা গ্রামে বিরল ওই ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবকটি খালি পায়ে এবং ছোট একটি নেংটি পরে এসেছিলেন। তাঁকে বেশ শান্ত ও সুস্থ দেখাচ্ছিল। আর তাঁর হাতে ছিল দুটি কাঠের গুঁড়ি। স্থানীয়রা ধারণা করছে, যুবকটি আগুন চাইতে এসেছিল।
এ অবস্থায় এক গ্রামবাসী ওই যুবকটিকে লাইটার ব্যবহার করতে শেখানোর চেষ্টা করেন। কিন্তু এটি যুবকের কাছে কিছুতেই বোধগম্য হয়নি।
খবরটি পাওয়া মাত্রই ফুনাই-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে কাছের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। যেহেতু বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের জগতের মানুষের চেয়ে দুর্বল, তাই একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দলও পাঠানো হয় সেখানে। যুবকটি যেন কোনো রোগে আক্রান্ত না হয়, সেই চেষ্টাই করেছে দলটি।
গত বৃহস্পতিবার বিকেলে যুবকটি স্বেচ্ছায় আবার গভীর জঙ্গলে ফিরে যান। ব্রাজিলের সরকারি সংস্থাটি নিশ্চিত করেছে, যুবকটি নিজের ইচ্ছায়ই আবারও জঙ্গলে ফিরে গেছে।
ব্রাজিল সরকার এই ধরনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে না। বরং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষিত ও পর্যবেক্ষণাধীন এলাকা নির্ধারণ করে দেয়।
এই ঘটনার পর ব্রাজিল সরকার ওই আদিবাসী জনগোষ্ঠীর অঞ্চলে যেন কেউ প্রবেশ না করে, তার জন্য কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত মামোরিয়া গ্রান্ডের কাছেই এই বিরল সাক্ষাতের ঘটনা ঘটেছে।
নোবেল কমিটির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবর্তে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে পুরস্কার দেওয়ায় হোয়াইট হাউস একে ‘রাজনীতির জয়’ বলে অভিহিত করেছে।
১ ঘণ্টা আগেঅযোধ্যার রামমন্দিরের পাশে পাগলাভরি গ্রামে বৃহস্পতিবার ভোরের নীরবতা ভেঙেছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। চোখের পলকে একটি বাড়ি ধসে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত। স্থানীয় প্রশাসনের ধারণা, অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
১ ঘণ্টা আগেগাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ইসমাইল জায়দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। এ জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু চারপাশের সব শেষ। আমার প্রতিবেশীদের বাড়ি ধ্বংস হয়ে গেছে; পুরো পাড়া-পড়শি নিশ্চিহ্ন।’
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধারাবাহিক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাবুল। তবে এ ঘটনার উৎস ও ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে