ইকুয়েডরে এক নারীকে হাসপাতালে মৃত ঘোষণার পর কফিনের মধ্যে জেগে উঠেছেন। বাবাহোয়ে শহরের একটি হাসপাতালে বেলা মোনতোয়া (৭৬) নামের ওই নারীকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁকে কফিনে করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এর পাঁচ ঘণ্টা পর কফিন খুলে দেখা যায় তিনি নিশ্বাস নিচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ জানিয়েছে।
ওই নারীর ছেলে গিলবার্ট বালবেরান মায়ের জীবিত হয়ে ওঠার বিষয়ে বলেন, ‘কফিন খুলে দেখি মা বাঁ হাত দিয়ে তাঁর চোখ বোলানোর চেষ্টা করছেন। শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য বন্ধ কফিনে বেগ পেতে হয়েছে তাঁকে।’
এর কিছু পর উদ্ধারকর্মীরা এসে পুনরায় তাঁকে একই হাসপাতালে নেন। গিলবার্ট ইকুয়েডরের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মা এখন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। তবে জ্ঞান রয়েছে। সাড়া দিচ্ছেন।
ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভারসোকে গিলবার্ট বলেছেন, ‘মাকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর হৃদক্রিয়া স্বাভাবিক রয়েছে। ডাক্তার তাঁর হাতে চিমটি কাটলে তিনি সাড়া দিয়েছেন। অর্থাৎ, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
গিলবার্ট আরও বলেন, মাকে আমি সকাল ৯টার দিকে হাসপাতালে নিই। হাসপাতালে ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন। কার্ডিওপুলমোনারি অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন মর্মে একটি মৃত্যুর সনদপত্রও দেয়।
‘মৃত্যু’ থেকে ফিরে আসা নারী মোনতোয়া প্রথম নন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ৮২ বছর বয়সী আরেক নারী অন্ত্যেষ্টিক্রিয়াকালে জেগে ওঠেন। এর তিন ঘণ্টা আগে তাঁকে একটি নার্সিং হোমে মৃত ঘোষণা করা হয়েছিল।
চেমসফোর্ডের অ্যাঞ্জিলা রাসকিন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের প্রভাষক ড. স্টিফেন হিউজ বিবিসিকে বলেছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে মৃত্যু একটি প্রক্রিয়া, যা বেশ কিছুক্ষণ সময় নেয়। কিছু সময় কাউকে পরীক্ষা করে মনে হতে পারে ব্যক্তিটি মারা গেছেন। তবে আসলে তিনি জীবিত হতে পারেন। তাই কাউকে মৃত ঘোষণার আগে সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।
হিউজ আরও বলেন, ‘চিকিৎসক প্রথমে দেখবেন রোগী সাড়া দেয় কি না এবং নাড়ি আছে কি না। এরপর হৃৎক্রিয়ার শব্দ শুনবেন। তিনটির সবগুলোতেই না উত্তর এলে তখন রোগীকে মৃত ঘোষণা করা যায়। কিন্তু কারও শরীর যদি অত্যধিক শীতল থাকে, এমন সময় কাউকে মৃত ঘোষণা করা দক্ষ চিকিৎসকের জন্যও বেশ কঠিন। কেননা, এ সময় রোগীর হৃৎক্রিয়া এতই ধীর হবে যে দেখে মনে হবে মারা গেছে। কিছু উচ্চমাত্রার ওষুধ সেবনের ফলেও এমনটি হতে পারে।
এদিকে বেলা মোনতোয়াকে (৭৬) হাসপাতালে মৃত ঘোষণার ঘটনায় ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ইকুয়েডরে এক নারীকে হাসপাতালে মৃত ঘোষণার পর কফিনের মধ্যে জেগে উঠেছেন। বাবাহোয়ে শহরের একটি হাসপাতালে বেলা মোনতোয়া (৭৬) নামের ওই নারীকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁকে কফিনে করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এর পাঁচ ঘণ্টা পর কফিন খুলে দেখা যায় তিনি নিশ্বাস নিচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ জানিয়েছে।
ওই নারীর ছেলে গিলবার্ট বালবেরান মায়ের জীবিত হয়ে ওঠার বিষয়ে বলেন, ‘কফিন খুলে দেখি মা বাঁ হাত দিয়ে তাঁর চোখ বোলানোর চেষ্টা করছেন। শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য বন্ধ কফিনে বেগ পেতে হয়েছে তাঁকে।’
এর কিছু পর উদ্ধারকর্মীরা এসে পুনরায় তাঁকে একই হাসপাতালে নেন। গিলবার্ট ইকুয়েডরের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মা এখন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। তবে জ্ঞান রয়েছে। সাড়া দিচ্ছেন।
ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভারসোকে গিলবার্ট বলেছেন, ‘মাকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর হৃদক্রিয়া স্বাভাবিক রয়েছে। ডাক্তার তাঁর হাতে চিমটি কাটলে তিনি সাড়া দিয়েছেন। অর্থাৎ, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
গিলবার্ট আরও বলেন, মাকে আমি সকাল ৯টার দিকে হাসপাতালে নিই। হাসপাতালে ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন। কার্ডিওপুলমোনারি অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন মর্মে একটি মৃত্যুর সনদপত্রও দেয়।
‘মৃত্যু’ থেকে ফিরে আসা নারী মোনতোয়া প্রথম নন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ৮২ বছর বয়সী আরেক নারী অন্ত্যেষ্টিক্রিয়াকালে জেগে ওঠেন। এর তিন ঘণ্টা আগে তাঁকে একটি নার্সিং হোমে মৃত ঘোষণা করা হয়েছিল।
চেমসফোর্ডের অ্যাঞ্জিলা রাসকিন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের প্রভাষক ড. স্টিফেন হিউজ বিবিসিকে বলেছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে মৃত্যু একটি প্রক্রিয়া, যা বেশ কিছুক্ষণ সময় নেয়। কিছু সময় কাউকে পরীক্ষা করে মনে হতে পারে ব্যক্তিটি মারা গেছেন। তবে আসলে তিনি জীবিত হতে পারেন। তাই কাউকে মৃত ঘোষণার আগে সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।
হিউজ আরও বলেন, ‘চিকিৎসক প্রথমে দেখবেন রোগী সাড়া দেয় কি না এবং নাড়ি আছে কি না। এরপর হৃৎক্রিয়ার শব্দ শুনবেন। তিনটির সবগুলোতেই না উত্তর এলে তখন রোগীকে মৃত ঘোষণা করা যায়। কিন্তু কারও শরীর যদি অত্যধিক শীতল থাকে, এমন সময় কাউকে মৃত ঘোষণা করা দক্ষ চিকিৎসকের জন্যও বেশ কঠিন। কেননা, এ সময় রোগীর হৃৎক্রিয়া এতই ধীর হবে যে দেখে মনে হবে মারা গেছে। কিছু উচ্চমাত্রার ওষুধ সেবনের ফলেও এমনটি হতে পারে।
এদিকে বেলা মোনতোয়াকে (৭৬) হাসপাতালে মৃত ঘোষণার ঘটনায় ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
২ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে