Ajker Patrika

হাসপাতালে ‘মৃত’ নারী দাফনের আগে জীবিত

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৬: ৫৮
হাসপাতালে ‘মৃত’ নারী দাফনের আগে জীবিত

ইকুয়েডরে এক নারীকে হাসপাতালে মৃত ঘোষণার পর কফিনের মধ্যে জেগে উঠেছেন। বাবাহোয়ে শহরের একটি হাসপাতালে বেলা মোনতোয়া (৭৬) নামের ওই নারীকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁকে কফিনে করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এর পাঁচ ঘণ্টা পর কফিন খুলে দেখা যায় তিনি নিশ্বাস নিচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ জানিয়েছে।

ওই নারীর ছেলে গিলবার্ট বালবেরান মায়ের জীবিত হয়ে ওঠার বিষয়ে বলেন, ‘কফিন খুলে দেখি মা বাঁ হাত দিয়ে তাঁর চোখ বোলানোর চেষ্টা করছেন। শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য বন্ধ কফিনে বেগ পেতে হয়েছে তাঁকে।’

এর কিছু পর উদ্ধারকর্মীরা এসে পুনরায় তাঁকে একই হাসপাতালে নেন। গিলবার্ট ইকুয়েডরের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মা এখন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। তবে জ্ঞান রয়েছে। সাড়া দিচ্ছেন।

ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভারসোকে গিলবার্ট বলেছেন, ‘মাকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর হৃদক্রিয়া স্বাভাবিক রয়েছে। ডাক্তার তাঁর হাতে চিমটি কাটলে তিনি সাড়া দিয়েছেন। অর্থাৎ, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

গিলবার্ট আরও বলেন, মাকে আমি সকাল ৯টার দিকে হাসপাতালে নিই। হাসপাতালে ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন। কার্ডিওপুলমোনারি অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন মর্মে একটি মৃত্যুর সনদপত্রও দেয়।

‘মৃত্যু’ থেকে ফিরে আসা নারী মোনতোয়া প্রথম নন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ৮২ বছর বয়সী আরেক নারী অন্ত্যেষ্টিক্রিয়াকালে জেগে ওঠেন। এর তিন ঘণ্টা আগে তাঁকে একটি নার্সিং হোমে মৃত ঘোষণা করা হয়েছিল।

চেমসফোর্ডের অ্যাঞ্জিলা রাসকিন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের প্রভাষক ড. স্টিফেন হিউজ বিবিসিকে বলেছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে মৃত্যু একটি প্রক্রিয়া, যা বেশ কিছুক্ষণ সময় নেয়। কিছু সময় কাউকে পরীক্ষা করে মনে হতে পারে ব্যক্তিটি মারা গেছেন। তবে আসলে তিনি জীবিত হতে পারেন। তাই কাউকে মৃত ঘোষণার আগে সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

হিউজ আরও বলেন, ‘চিকিৎসক প্রথমে দেখবেন রোগী সাড়া দেয় কি না এবং নাড়ি আছে কি না। এরপর হৃৎক্রিয়ার শব্দ শুনবেন। তিনটির সবগুলোতেই না উত্তর এলে তখন রোগীকে মৃত ঘোষণা করা যায়। কিন্তু কারও শরীর যদি অত্যধিক শীতল থাকে, এমন সময় কাউকে মৃত ঘোষণা করা দক্ষ চিকিৎসকের জন্যও বেশ কঠিন। কেননা, এ সময় রোগীর হৃৎক্রিয়া এতই ধীর হবে যে দেখে মনে হবে মারা গেছে। কিছু উচ্চমাত্রার ওষুধ সেবনের ফলেও এমনটি হতে পারে।

এদিকে বেলা মোনতোয়াকে (৭৬) হাসপাতালে মৃত ঘোষণার ঘটনায় ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত