বিশ্বের সবচেয়ে বড় করপোরেট অফিস সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এ বাণিজ্য কেন্দ্রটি হিরা ও গয়না বাণিজ্যের জন্য তৈরি হয়েছে। বিশ্বে কাঁচা ও পলিশ করা হিরার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র এটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার এটি উদ্বোধন করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রসাশনিক ভবন পেন্টাগন ছিল বিশ্বের বৃহত্তম অফিস ভবন।
যে পাঁচটি কারণে পেন্টাগনকে ছাড়িয়ে গেল সুরাট ডায়মন্ড বোর্স—
১. সাড়ে ৪ হাজারেরও বেশি অফিস সংযুক্ত অবস্থায় থাকার কারণে ডায়মন্ড বোর্সটি বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এখানে ভারতের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারিং হাউস আছে।
২. নবনির্মিত সুরাট ডায়মন্ড বোর্সটি কাটার, পালিশকারী এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি হিরা পেশাদারদের জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ হবে।
৩. ভবনটিতে সুরাট থেকে পলিশ করা হিরা কিনতে আসা ১৭৫ দেশের ৪ হাজার ২০০ ব্যবসায়ী স্থান সংকুলানের ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে অন্তর্ভুক্ত থাকবে— আমদানি-রপ্তানির জন্য একটি আধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’; একটি খুচরা গয়নার মার্কেট থাকবে ; এবং আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্ট সুবিধা।
৪. ৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর ৩ হাজার ৪০০ কোটি রুপি খরচ করে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
৫. এসডিবি ওয়েবসাইট অনুসারে, এ কমপ্লেক্সটিতে ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে একটি বিনোদন কেন্দ্র ও পার্কিং করার জায়গা রয়েছে এবং এটি পঞ্চতত্ত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় করপোরেট অফিস সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এ বাণিজ্য কেন্দ্রটি হিরা ও গয়না বাণিজ্যের জন্য তৈরি হয়েছে। বিশ্বে কাঁচা ও পলিশ করা হিরার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র এটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার এটি উদ্বোধন করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রসাশনিক ভবন পেন্টাগন ছিল বিশ্বের বৃহত্তম অফিস ভবন।
যে পাঁচটি কারণে পেন্টাগনকে ছাড়িয়ে গেল সুরাট ডায়মন্ড বোর্স—
১. সাড়ে ৪ হাজারেরও বেশি অফিস সংযুক্ত অবস্থায় থাকার কারণে ডায়মন্ড বোর্সটি বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এখানে ভারতের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারিং হাউস আছে।
২. নবনির্মিত সুরাট ডায়মন্ড বোর্সটি কাটার, পালিশকারী এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি হিরা পেশাদারদের জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ হবে।
৩. ভবনটিতে সুরাট থেকে পলিশ করা হিরা কিনতে আসা ১৭৫ দেশের ৪ হাজার ২০০ ব্যবসায়ী স্থান সংকুলানের ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে অন্তর্ভুক্ত থাকবে— আমদানি-রপ্তানির জন্য একটি আধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’; একটি খুচরা গয়নার মার্কেট থাকবে ; এবং আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্ট সুবিধা।
৪. ৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর ৩ হাজার ৪০০ কোটি রুপি খরচ করে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
৫. এসডিবি ওয়েবসাইট অনুসারে, এ কমপ্লেক্সটিতে ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে একটি বিনোদন কেন্দ্র ও পার্কিং করার জায়গা রয়েছে এবং এটি পঞ্চতত্ত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৬ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২৪ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে