Ajker Patrika

লোকসানের মুখে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৭: ৩৪
লোকসানের মুখে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি

চাহিদা হ্রাস পাওয়ায় ভারতের রাষ্টয়াত্ত বিদ্যুৎ কোম্পানির (পিজিআরডি) মুনাফা বছরের প্রথম চারমাসে ৫ শতাংশের বেশি কমেছে। চলতি বছর জুনের শেষ সপ্তাহে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৩৫ দশমিক ৯৭ বিলিয়ন রুপি। যেখানে গত বছরে এই মুনাফার অঙ্ক ছিল ৩৮ দশমিক ১ বিলিয়ন রুপি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদা বাড়লেও বর্ষার দিকে (এপ্রিল-জুন) এ চাহিদা হ্রাস পায়। ত্রৈমাসিক হিসেব অনুযায়ী, জুনের শেষ সপ্তাহে পাওয়ার গ্রিডের আয় ১.৩% বেড়েছে। এ সময় সর্বমোট রাজস্ব হয়েছে ১১০ দশমিক ৪৮ বিলিয়ন রুপি। এই সময়েই প্রতিষ্ঠানটির ট্রান্সমিশন ব্যবসা ১.২% বৃদ্ধি পেয়েছে।

ব্রোকারেজ ইলারা ক্যাপিটালের গবেষণা বিশ্লেষক রুপেশ বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে বিদ্যুতের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।’

এক বছর আগে প্রতিষ্ঠানটির নিট মুনাফার হার ৩৫ শতাংশ ছিল। যা এ বছর কমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। 

অ্যান্টিক স্টক ব্রোকিংয়ের গবেষণা বিশ্লেষক রোহিত নটরাজন বলেন, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ বর্তমানের আফ্রিকায় বিদ্যুৎ রপ্তানি ও হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে মূলধন ব্যয় করছে বলে জানিয়েছে।

পাওয়ার গ্রিডের পরিচালনা পর্ষদ তিনটি শেয়ারের জন্য একটি বোনাস শেয়ার ইস্যু করার সুপারিশ করেছে। এতে কোম্পানির শেয়ার ৩ দশমিক ৪ শতাংশ বন্ধ হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত