তরুণ চক্রবর্তী, কলকাতা
পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচনে আজ, শনিবার হিংসার শিকার পাঁচ। পাঁচজনই কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রাণ হারান। চতুর্থ দফার ভোটে রাজ্যের প্রতিটি কেন্দ্রে হিংসার ছবিই ধরা পড়ে।
২৯৬ আসনের পশ্চিমবঙ্গে বিধানসভায় আজ সকাল ৭টায় শুরু হয়েছে ৫ জেলার ৪৪টি কেন্দ্রে বিধানসভার ভোট। এরই মধ্যে প্রথম তিন দফায় ৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ।
এদিন কোচবিহারের শীতলকুচি কেন্দ্রের পাগলাপীর এলাকায় প্রথমবার ভোট দিতে এসে দুষ্কৃতদের গুলিতে প্রাণ হারান আনন্দ বর্মন (১৮)। তিনি বুথের বাইরে লাইনেই ছিলেন।
তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই গুলি চালিয়েছে। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
এই মৃত্যুর ঘটনার জের কাটতে না কাটতেই শীতলকুচি কেন্দ্রেরই জোড় পাটকিতে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ গুলি চালায়। এই আধা-সেনার গুলিতে চার জন মারা যান। জখম হন আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সামান্য ঘটনাকে কেন্দ্র করে গ্রামেরই দু-পক্ষের মধ্যে বচসা চলছিল। সেই সময়েই জওয়ানরা বিনা প্ররোচনায় গুলি চালায় বলে অভিযোগ। তবে সিআইএসএফ সূত্রের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় তাঁরা।
এই ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় হামিদুল হক, হামিউল হক, নুর আলম ও মনিরুল হক। গ্রামবাসী জানিয়েছে, আরও চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের নির্বাচন কমিশনও গুলি চালানোর ঘটনা স্বীকার করেছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আধা-সেনার গুলি চালনা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।
পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, কোচবিহারের ঘটনা দুঃখজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। কমিশনকে আর্জি, দোষীদের শাস্তি হোক।
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বনগাঁর জনসভা থেকে বলেন, বিজেপি হারছে বলে গুলি করে মারছে। কিন্তু সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না।
তৃণমূলের পক্ষ থেকে দলের সাংসদ দোলা সেন এদিন প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় বাহিনী সীমা লঙ্ঘন করছে, এই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তখন তাঁকে দুবার শো-কজ করেছে নির্বাচন কমিশন। আজ জবাব কে দেবে?
ভোটে নিরাপত্তারক্ষীদের গুলিতে চার ব্যক্তির মৃত্যু সংবাদে স্তম্ভিত গোটা রাজ্য। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, এই ঘটনা বাংলায় কোনও দিন ঘটেনি।
তবে এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, মমতার উসকানিই এ ধরনের ঘটনার জন্য দায়ী। তৃণমূল গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে বলেও অভিযোগ করেন।
উল্লেখ্য, নিশীথ নিজেও আগে তৃণমূল করতেন। লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে এখন সেই দলের সাংসদ। এবার অবশ্য বিধানসভা ভোটেও লড়ছেন।
কোচবিহারে পাঁচ ব্যক্তির মৃত্যু ছাড়াও রাজ্যের বাকি ৪৩টি কেন্দ্রেও অশান্তি চলছে। সাবেক অভিনেত্রী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত হন হুগলিতে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আজ চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। প্রায় ১৬ হাজার পোলিং স্টেশনের নিরাপত্তায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ৮০ হাজার সদস্য মোতায়েন করে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে কোচবিহারে। সেখানে প্রতিটিতে ১০০ জন করে মোট ১৮৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে।
গত মাসে শুরু হওয়া রেকর্ড আট ধাপে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। এ রাজ্যে সরকার গঠনে মরিয়া কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। আজ ভোট চলবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫২ দশমিক ৮৯ শতাংশ। ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ হবে। গণনা ২ মে।
পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচনে আজ, শনিবার হিংসার শিকার পাঁচ। পাঁচজনই কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রাণ হারান। চতুর্থ দফার ভোটে রাজ্যের প্রতিটি কেন্দ্রে হিংসার ছবিই ধরা পড়ে।
২৯৬ আসনের পশ্চিমবঙ্গে বিধানসভায় আজ সকাল ৭টায় শুরু হয়েছে ৫ জেলার ৪৪টি কেন্দ্রে বিধানসভার ভোট। এরই মধ্যে প্রথম তিন দফায় ৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ।
এদিন কোচবিহারের শীতলকুচি কেন্দ্রের পাগলাপীর এলাকায় প্রথমবার ভোট দিতে এসে দুষ্কৃতদের গুলিতে প্রাণ হারান আনন্দ বর্মন (১৮)। তিনি বুথের বাইরে লাইনেই ছিলেন।
তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই গুলি চালিয়েছে। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
এই মৃত্যুর ঘটনার জের কাটতে না কাটতেই শীতলকুচি কেন্দ্রেরই জোড় পাটকিতে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ গুলি চালায়। এই আধা-সেনার গুলিতে চার জন মারা যান। জখম হন আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সামান্য ঘটনাকে কেন্দ্র করে গ্রামেরই দু-পক্ষের মধ্যে বচসা চলছিল। সেই সময়েই জওয়ানরা বিনা প্ররোচনায় গুলি চালায় বলে অভিযোগ। তবে সিআইএসএফ সূত্রের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় তাঁরা।
এই ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় হামিদুল হক, হামিউল হক, নুর আলম ও মনিরুল হক। গ্রামবাসী জানিয়েছে, আরও চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের নির্বাচন কমিশনও গুলি চালানোর ঘটনা স্বীকার করেছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আধা-সেনার গুলি চালনা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।
পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, কোচবিহারের ঘটনা দুঃখজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। কমিশনকে আর্জি, দোষীদের শাস্তি হোক।
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বনগাঁর জনসভা থেকে বলেন, বিজেপি হারছে বলে গুলি করে মারছে। কিন্তু সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না।
তৃণমূলের পক্ষ থেকে দলের সাংসদ দোলা সেন এদিন প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় বাহিনী সীমা লঙ্ঘন করছে, এই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তখন তাঁকে দুবার শো-কজ করেছে নির্বাচন কমিশন। আজ জবাব কে দেবে?
ভোটে নিরাপত্তারক্ষীদের গুলিতে চার ব্যক্তির মৃত্যু সংবাদে স্তম্ভিত গোটা রাজ্য। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, এই ঘটনা বাংলায় কোনও দিন ঘটেনি।
তবে এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, মমতার উসকানিই এ ধরনের ঘটনার জন্য দায়ী। তৃণমূল গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে বলেও অভিযোগ করেন।
উল্লেখ্য, নিশীথ নিজেও আগে তৃণমূল করতেন। লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে এখন সেই দলের সাংসদ। এবার অবশ্য বিধানসভা ভোটেও লড়ছেন।
কোচবিহারে পাঁচ ব্যক্তির মৃত্যু ছাড়াও রাজ্যের বাকি ৪৩টি কেন্দ্রেও অশান্তি চলছে। সাবেক অভিনেত্রী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত হন হুগলিতে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আজ চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। প্রায় ১৬ হাজার পোলিং স্টেশনের নিরাপত্তায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ৮০ হাজার সদস্য মোতায়েন করে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে কোচবিহারে। সেখানে প্রতিটিতে ১০০ জন করে মোট ১৮৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে।
গত মাসে শুরু হওয়া রেকর্ড আট ধাপে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। এ রাজ্যে সরকার গঠনে মরিয়া কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। আজ ভোট চলবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫২ দশমিক ৮৯ শতাংশ। ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ হবে। গণনা ২ মে।
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খ্রিষ্টান সম্প্রদায়কে অস্থির করার এবং বাইরের হস্তক্ষেপকে বৈধ মোড়কে আনার একটি কৌশল। এর দুই দিন আগে গণমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ক্রিশ্চিয়ান মিলিটারি কাউন্সিল’ গঠন হয়েছে এলিয়াস সাব নামে একজনের নেতৃত্বে। যদিও, এখন পর্যন্ত এই নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
১২ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর তাতে বেজায় চটেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
৩২ মিনিট আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গতকাল বুধবার রাতে ঘোষণা করেছেন, তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নতুন ‘ই–ওয়ান’ বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন। তিনি বলেন, ‘এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেটের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়, আন্তর্জাতিক চাপ, সমালোচনার সঙ্গে যেন পাল্লা দিয়েই গাজায় বাড়ছে ইসরায়েলি বর্বরতা। গাজায় অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কয়েকগুণ বেশি আগ্রাসী ইসরায়েল। প্রতিদিনই নির্বিচারে শয়ে শয়ে বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।
২ ঘণ্টা আগে