কলকাতা প্রতিনিধি
নাগরিকদের দরজার সামনে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি এলাকায় ‘দুয়ারের সরকার’ প্রকল্পের কার্যক্রম চালিয়ে নিতে স্থাপন করা হবে অস্থায়ী প্রশাসনিক শিবির।
এসব অস্থায়ী শিবিরে—নাগরিকদের বিভিন্ন আবেদন গ্রহণ করা হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা থেকে শুরু করে সরকারি সব পরিষেবার নাম নথিভুক্ত করা যাবে এসব শিবির থেকেই। এখন থেকে বিদ্যুৎ সংযোগ ও খাস জমি ব্যবহারকারীরা জমির পাট্টার জন্যও ‘দুয়ারে সরকারে’ আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে সামনেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচনের কথা মাথায় রেখেই জনসংযোগ বাড়াতে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে ‘দুয়ারে সরকার’ চালু করছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন, ‘দুয়ারে সরকার করার পরিবর্তে শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূল নেতারা জানিয়ে দিক তাঁদের দলের কোন নেতা কত টাকা চুরি করেছেন।’ তাঁর অভিযোগ, তৃণমূল দলটাই দুর্নীতিতে নিমজ্জিত। বিজেপির নেতার এমন কটাক্ষের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিজেপির পশ্চিমবঙ্গে কোনো জনভিত্তি নেই। এখানকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদের কথার কোনো গুরুত্ব নেই।’
এদিকে, রাজ্য বিজেপির সহসভাপতি সায়ন্তন ঘোষের বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা একটি চিঠি প্রকাশ্যে চলে আসায় বিজেপিতে অস্বস্তি শুরু হয়েছে। চিঠিতে সায়ন্তন অভিযোগ করেছেন, তৃণমূলের নেতাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে বিজেপির কিছু নেতা দলে টানার চেষ্টা করছেন। তাঁর চিঠি ফাঁসের পরপরই এই বিষয়ে তদন্ত দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
নাগরিকদের দরজার সামনে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি এলাকায় ‘দুয়ারের সরকার’ প্রকল্পের কার্যক্রম চালিয়ে নিতে স্থাপন করা হবে অস্থায়ী প্রশাসনিক শিবির।
এসব অস্থায়ী শিবিরে—নাগরিকদের বিভিন্ন আবেদন গ্রহণ করা হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা থেকে শুরু করে সরকারি সব পরিষেবার নাম নথিভুক্ত করা যাবে এসব শিবির থেকেই। এখন থেকে বিদ্যুৎ সংযোগ ও খাস জমি ব্যবহারকারীরা জমির পাট্টার জন্যও ‘দুয়ারে সরকারে’ আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে সামনেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচনের কথা মাথায় রেখেই জনসংযোগ বাড়াতে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে ‘দুয়ারে সরকার’ চালু করছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন, ‘দুয়ারে সরকার করার পরিবর্তে শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূল নেতারা জানিয়ে দিক তাঁদের দলের কোন নেতা কত টাকা চুরি করেছেন।’ তাঁর অভিযোগ, তৃণমূল দলটাই দুর্নীতিতে নিমজ্জিত। বিজেপির নেতার এমন কটাক্ষের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিজেপির পশ্চিমবঙ্গে কোনো জনভিত্তি নেই। এখানকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদের কথার কোনো গুরুত্ব নেই।’
এদিকে, রাজ্য বিজেপির সহসভাপতি সায়ন্তন ঘোষের বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা একটি চিঠি প্রকাশ্যে চলে আসায় বিজেপিতে অস্বস্তি শুরু হয়েছে। চিঠিতে সায়ন্তন অভিযোগ করেছেন, তৃণমূলের নেতাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে বিজেপির কিছু নেতা দলে টানার চেষ্টা করছেন। তাঁর চিঠি ফাঁসের পরপরই এই বিষয়ে তদন্ত দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থেকে, ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কূটনীতি এবং তথ্য ব্যবহার করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়ায়...
২ ঘণ্টা আগেকোরআনের প্রেক্ষাপটে, এই শব্দটি ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তি বোঝাতে ব্যবহৃত হয়, যারা আল্লাহর পথে লড়াই করছে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা জানিয়েছে, ভারতীয় যুদ্ধবিমান তাদের তিনটি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সব কিছু নিরাপদে রয়েছে বলে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছে বেসামরিক মানুষ। বিশেষ করে রাত গভীর হলেই দুই পক্ষের মধ্যে সংঘাত বেড়ে যাচ্ছে। আর দিনে চলে উভয় পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। গত বৃহস্পতিবার দিবাগত রাতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা হয়েছে। জম্মু ও পাঠানকোট
১০ ঘণ্টা আগে