নিজেকে জীবিত প্রমাণ করতে ৩৪ বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন ৫২ বছর বয়সী বৃদ্ধা বুকুন দেবী। ভারতের বিহার রাজ্যের বাসিন্দা তিনি।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী বৃদ্ধা বুকুন দেবী বিহারের ওয়েস্ট চাম্পারান জেলার বাসিন্দা। ১৯৮৭ সাল থেকেই সরকারি খাতায় মৃত বুকুন দেবী। যতবারই তিনি নিজেকে জীবিত প্রমাণ করতে গেছেন, ততবারই তাঁকে তাচ্ছিল্য করা হয়েছে।
বুকুন দেবী জানান, ভারতের সরকারি কর্মকর্তারা তাঁকে দেখে বহুবার বলেছেন যে আবার এসেছে সেই মৃত নারী নিজেকে জীবিত প্রমাণ করতে।
ঘটনাটির শুরু ১৯৮৭ সালে। ওই বছর বুকুন দেবীর ছেলে সুখদেও প্রসাদ পরিসংখ্যান বিভাগ থেকে তাঁর মায়ের ডেথ সার্টিফিকেট বের করে। উদ্দেশ্য ছিল, বুকুন দেবীর ১৮ কাঠা জমি দখল করা। বুকুন দেবী জানান, তাঁর স্বামী ওই জায়গাটুকু তাঁকে রেজিস্ট্রির করে দিয়ে যান। কিন্তু পরে সেটি তাঁর ছেলে দখল করার জন্য উঠেপড়ে লাগে। মায়ের জাল ডেথ সার্টিফিকেট বের করে বুকুন দেবীর ছেলে জায়গাটি দখল করে।
বুকুন দেবী বলেন, `আমি যখনই স্থানীয় সরকারি অফিসে সমস্যা সমাধানের জন্য গেছি, তখনই আমাকে বের করে দেওয়া হয়েছে। তাঁরা আমাকে বলতেন, তুমি মৃত, বাড়ি যাও।'
বুকুন জানান, জীবিত প্রমাণ করার জন্য আঁধার কার্ড, ব্যাংক পাসবুকের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া হয়েছে। এর পরেও তাঁকে জীবিত মানতে নারাজ সরকারি কর্মকর্তারা।
বুকুনের আশা ছিল করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেটের মাধ্যমে হয়তো তাঁর সমস্যার সমাধান হবে। গত জুলাইতে তিনি ওই সার্টিফিকেট পান। ওই সার্টিফিকেটও প্রত্যাখ্যান করেন কর্মকর্তারা। ওই সার্টিফিকেট গ্রামের কাউন্সিলর দ্বারাও সত্যায়িত ছিল।
এ প্রসঙ্গে বুকুন দেবী বলেন, `আমি কী করব? আমি অসহায়!'
ওয়েস্ট চামপারান জেলা ম্যাজিস্ট্রেট কুন্দান কুমার বলেন, `এটি খুব গুরুতর একটি ঘটনা। আমরা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
নিজেকে জীবিত প্রমাণ করতে ৩৪ বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন ৫২ বছর বয়সী বৃদ্ধা বুকুন দেবী। ভারতের বিহার রাজ্যের বাসিন্দা তিনি।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী বৃদ্ধা বুকুন দেবী বিহারের ওয়েস্ট চাম্পারান জেলার বাসিন্দা। ১৯৮৭ সাল থেকেই সরকারি খাতায় মৃত বুকুন দেবী। যতবারই তিনি নিজেকে জীবিত প্রমাণ করতে গেছেন, ততবারই তাঁকে তাচ্ছিল্য করা হয়েছে।
বুকুন দেবী জানান, ভারতের সরকারি কর্মকর্তারা তাঁকে দেখে বহুবার বলেছেন যে আবার এসেছে সেই মৃত নারী নিজেকে জীবিত প্রমাণ করতে।
ঘটনাটির শুরু ১৯৮৭ সালে। ওই বছর বুকুন দেবীর ছেলে সুখদেও প্রসাদ পরিসংখ্যান বিভাগ থেকে তাঁর মায়ের ডেথ সার্টিফিকেট বের করে। উদ্দেশ্য ছিল, বুকুন দেবীর ১৮ কাঠা জমি দখল করা। বুকুন দেবী জানান, তাঁর স্বামী ওই জায়গাটুকু তাঁকে রেজিস্ট্রির করে দিয়ে যান। কিন্তু পরে সেটি তাঁর ছেলে দখল করার জন্য উঠেপড়ে লাগে। মায়ের জাল ডেথ সার্টিফিকেট বের করে বুকুন দেবীর ছেলে জায়গাটি দখল করে।
বুকুন দেবী বলেন, `আমি যখনই স্থানীয় সরকারি অফিসে সমস্যা সমাধানের জন্য গেছি, তখনই আমাকে বের করে দেওয়া হয়েছে। তাঁরা আমাকে বলতেন, তুমি মৃত, বাড়ি যাও।'
বুকুন জানান, জীবিত প্রমাণ করার জন্য আঁধার কার্ড, ব্যাংক পাসবুকের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া হয়েছে। এর পরেও তাঁকে জীবিত মানতে নারাজ সরকারি কর্মকর্তারা।
বুকুনের আশা ছিল করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেটের মাধ্যমে হয়তো তাঁর সমস্যার সমাধান হবে। গত জুলাইতে তিনি ওই সার্টিফিকেট পান। ওই সার্টিফিকেটও প্রত্যাখ্যান করেন কর্মকর্তারা। ওই সার্টিফিকেট গ্রামের কাউন্সিলর দ্বারাও সত্যায়িত ছিল।
এ প্রসঙ্গে বুকুন দেবী বলেন, `আমি কী করব? আমি অসহায়!'
ওয়েস্ট চামপারান জেলা ম্যাজিস্ট্রেট কুন্দান কুমার বলেন, `এটি খুব গুরুতর একটি ঘটনা। আমরা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁত ভাঙা জবাব দেবে।
৪ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে