মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।
পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।
পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে