
প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারতের বড় একটি অংশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। গত বৃহস্পতিবারই উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাজস্থানের বারমার শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, খুব শিগগির এই তাপপ্রবাহ কমবে এমন সম্ভাবনা নেই। তারা বলছে, চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই অবস্থা চলতে পারে।
গরমের তীব্রতা এতটাই বেশি যে, তা বিদ্যুতের চাহিদার ওপরও চাপ সৃষ্টি করেছে। গত বুধবার দিল্লিতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছিল ৮ হাজার মেগাওয়াটে, যা ভারতের রাজধানীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। দিল্লিতে চলতি সপ্তাহের বিগত কয়েক দিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিসহ উত্তর ভারতের শহরগুলোর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেকোনো সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এসব শহরের হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গরমসংক্রান্ত রোগ-বালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
দিল্লির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ৩৪ বছরের যুবক রোহিত নায়ার বলেন, ‘এই গরম এক কথায় অসহনীয়। সারা দিনই ক্লান্তি বোধ হয়। এই বছর গরম এত বেশি যে, দিল্লি যেন আক্ষরিক অর্থেই ফুটছে।’ তিনি জানান, প্রয়োজন না হলে বিকেলের আগে তিনি বাসা থেকে বের হন না। তবে আক্ষেপর বিষয় হলো—ঘরের ভেতরেও অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারতের বড় একটি অংশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। গত বৃহস্পতিবারই উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাজস্থানের বারমার শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, খুব শিগগির এই তাপপ্রবাহ কমবে এমন সম্ভাবনা নেই। তারা বলছে, চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই অবস্থা চলতে পারে।
গরমের তীব্রতা এতটাই বেশি যে, তা বিদ্যুতের চাহিদার ওপরও চাপ সৃষ্টি করেছে। গত বুধবার দিল্লিতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছিল ৮ হাজার মেগাওয়াটে, যা ভারতের রাজধানীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। দিল্লিতে চলতি সপ্তাহের বিগত কয়েক দিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিসহ উত্তর ভারতের শহরগুলোর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেকোনো সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এসব শহরের হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গরমসংক্রান্ত রোগ-বালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
দিল্লির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ৩৪ বছরের যুবক রোহিত নায়ার বলেন, ‘এই গরম এক কথায় অসহনীয়। সারা দিনই ক্লান্তি বোধ হয়। এই বছর গরম এত বেশি যে, দিল্লি যেন আক্ষরিক অর্থেই ফুটছে।’ তিনি জানান, প্রয়োজন না হলে বিকেলের আগে তিনি বাসা থেকে বের হন না। তবে আক্ষেপর বিষয় হলো—ঘরের ভেতরেও অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪৪ মিনিট আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৩ ঘণ্টা আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০ টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
৩ ঘণ্টা আগে
প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথ বন্ধ রাখার পর ইরান আবারও তাদের আকাশসীমা খুলে দিয়েছে। ওই সময়ের মধ্যে বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিলম্ব করতে হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইরান আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়।
৪ ঘণ্টা আগে