Ajker Patrika

ব্যবসায়িক দ্বন্দ্বে খুন, ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড

২০১৭ সালে ইয়েমেনের এক নাগরিককে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন নিমিশা প্রিয়া। ছবি: সংগৃহীত
২০১৭ সালে ইয়েমেনের এক নাগরিককে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন নিমিশা প্রিয়া। ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা নিমিশা প্রিয়া পেশায় নার্স। চাকরিসূত্রে থাকতেন ইয়েমেনে। ২০১৭ সালে সেখানকার এক নাগরিককে হত্যার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ায় নিমিশাকে মৃত্যুদণ্ড দেন আদালত। নিমিশার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি।

এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সোমবার এক বিবৃতিতে জানান, ইয়েমেনে নিমিশা প্রিয়ার দণ্ডের বিষয়ে অবগত ভারত। সরকার তাঁর পরিবারকে সহায়তা দিচ্ছে।

আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানা যায়, আগামী এক মাসের মধ্যে নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

তবে নিমিশার পরিবার তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তাঁর মা প্রেমা কুমারী ইয়েমেনের রাজধানী সানাতে গিয়ে মেয়ের মৃত্যুদণ্ড মওকুফের জন্য আবেদন করেছেন। ‘ব্লাড মানি’ বা রক্তমূল্য দেওয়া নিয়ে সমঝোতার চেষ্টা করছেন।

২০১৪ সালে নিমিশার স্বামী ও মেয়ে ভারতে ফিরে আসেন। ২০১৬ সালে ইয়েমেনে যাওয়া–আসায় নিষেধাজ্ঞা জারি করে ভারত। সে সময় ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করছিলেন নিমিশা। সেখানে পরিচয় হয় তালাল আবদো মাহদি (৫৬) নামের এক ব্যক্তির সঙ্গে। তাঁর সহায়তায় ইয়েমেনে ক্লিনিক খোলেন নিমিশা।

পরবর্তীতে মতপার্থক্যের জেরে নিমিশার পাসপোর্ট নিয়ে নেন মাহদী। পাসপোর্ট উদ্ধার করতে মাহদিকে ঘুমের ইনজেকশন দেন নিমিশা। চেয়েছিলেন পাসপোর্ট নিয়ে দেশে ফিরে আসতে। তবে ইনজেকশনের ওভারডোজে মৃত্যু হয় মাহদির। তখন মৃতদেহটি টুকরো করে ক্লিনিকের ট্যাংকে ফেলে পালান নিমিশা। পরে ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন তিনি।

নিমিশাকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত ১৩ নভেম্বর তাঁর আপিল খারিজ করে দেন শীর্ষ আদালত। এবার প্রেসিডেন্টও মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছেন। এখন নিমিশা ও তাঁর পরিবার রাষ্ট্রীয় সহায়তায় দণ্ড মওকুফ পাওয়ার চেষ্টা করছেন।

এদিকে নিমিশার আইনজীবী সুভাষ চন্দ্র জানিয়েছেন, মাহদির পরিবার যদি রক্তমূল্য বা দিয়া অর্থ গ্রহণ করতে রাজি হয় এবং অভিযুক্তকে ক্ষমা করে দেয়, তাহলে মৃত্যুদণ্ড বাতিল করা সম্ভব।

ইসলামি শরিয়া আইন অনুযায়ী, ভুক্তভোগী বা নিহতের পরিবারকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দেওয়া আর্থিক ক্ষতিপূরণকে ব্লাড মানি বা দিয়া অর্থ বলা হয়।

আইনজীবী সুভাষ বলেন, ‘আমরা ইয়েমেনের কিছু আইনি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদেশের পর প্রেসিডেন্টের সম্মতি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, তবে পরিবার যদি ক্ষমা করে এবং অর্থ গ্রহণ করে, তাহলে তার জীবন বাঁচানো সম্ভব।’

তবে ইয়েমেনে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মাহদির পরিবারের সঙ্গে আলোচনা করা কঠিন হয়ে উঠছে বলে জানান সুভাষ।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পরিবার মাহদির পরিবারকে দিয়া অর্থ দেওয়ার জন্য আলোচনা করার চেষ্টা করছিলেন। তবে গত সেপ্টেম্বরে ভারতীয় দূতাবাসের নিয়োগকৃত আইনজীবী আব্দুল্লাহ আমির ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ টাকা প্রায়) দাবি করলে এ উদ্যোগ আর এগোয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত