Ajker Patrika

বিসর্জনের পথে গাড়িচাপায় নিহত ১, আহত ২০

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২: ৩৭
বিসর্জনের পথে গাড়িচাপায় নিহত ১, আহত ২০

ভারতের ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলায় দেবী দুর্গার বিসর্জনে অংশ নিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একদল লোক। বিসর্জনের পথে হেঁটে যাওয়া মানুষের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম গৌরব আগরওয়াল। তাঁর বয়স ২১ বছর। তিনি যশপুরের পাথালগাঁওয়ের বাসিন্দা। এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য পাথালগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, ঘটনার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতা সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তাঁরা স্থানীয় থানা ও জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন।

জেলার পুলিশ সুপারের কার্যালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন বাবলু বিশ্বকর্মা (২১) ও শিশুপাল সাহু (২৬)। তাঁরা দুজনই মধ্যপ্রদেশের সিংরৌলি জেলার বাসিন্দা।

এই ঘটনায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'যশপুরের ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক। অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হওয়া পুলিশের বিরুদ্ধেও প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। সবার প্রতি সুবিচার নিশ্চিত করা হবে। নিহতের আত্মার শান্তি কামনা করছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত