সরকারি হাসপাতালে নার্সদের তুলনায় চিকিৎসকেরা হাত কম ধুয়ে থাকেন। এমনকি করোনা মহামারির প্রকোপের সময়ও মাত্র ২০ শতাংশ চিকিৎসককে হাত ধুতে দেখা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দশবারের মধ্যে মাত্র একবারের কম সময়ে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করেছেন তাঁরা। ইএসআইসি মেডিকেল কলেজ ও পিজিআইএমএসআর কমিউনিটি মেডিসিন বিভাগের এক গবেষণায় এমনটা দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, চিকিৎসকদের তুলনায় অনেক নার্স তাঁদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। অন্তত ২৪ শতাংশ নার্স সঠিকভাবে তাঁদের হাত ধুয়েছেন, যেখানে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর ২৩ শতাংশ এবং চিকিৎসকদের মাত্র ১০ শতাংশ নিয়ম মেনেছেন।
চিকিৎসাসেবায় সম্পৃক্তদের স্বাস্থ্যবিধি মেনে হাত পরিষ্কার রোগীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে প্রায়শই হাসপাতালে সংক্রমণের শিকার হয় অনেকে। এ ছাড়া চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়।
ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জনস্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর করা গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘হেলিয়নে’ প্রকাশিত হয়েছিল। গবেষকেরা ছয়টি জেলার ১৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টদের পর্যবেক্ষণ করেছেন। মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিকস এবং শিশুরোগবিদ্যার মতো বিভাগ পর্যবেক্ষণ করা হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ, ওপিডি, কন্ট্রোল রুম, এবং নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) পর্যবেক্ষণ করা হয়েছিল।
সরকারি হাসপাতালে নার্সদের তুলনায় চিকিৎসকেরা হাত কম ধুয়ে থাকেন। এমনকি করোনা মহামারির প্রকোপের সময়ও মাত্র ২০ শতাংশ চিকিৎসককে হাত ধুতে দেখা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দশবারের মধ্যে মাত্র একবারের কম সময়ে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করেছেন তাঁরা। ইএসআইসি মেডিকেল কলেজ ও পিজিআইএমএসআর কমিউনিটি মেডিসিন বিভাগের এক গবেষণায় এমনটা দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, চিকিৎসকদের তুলনায় অনেক নার্স তাঁদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। অন্তত ২৪ শতাংশ নার্স সঠিকভাবে তাঁদের হাত ধুয়েছেন, যেখানে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর ২৩ শতাংশ এবং চিকিৎসকদের মাত্র ১০ শতাংশ নিয়ম মেনেছেন।
চিকিৎসাসেবায় সম্পৃক্তদের স্বাস্থ্যবিধি মেনে হাত পরিষ্কার রোগীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে প্রায়শই হাসপাতালে সংক্রমণের শিকার হয় অনেকে। এ ছাড়া চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়।
ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জনস্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর করা গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘হেলিয়নে’ প্রকাশিত হয়েছিল। গবেষকেরা ছয়টি জেলার ১৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টদের পর্যবেক্ষণ করেছেন। মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিকস এবং শিশুরোগবিদ্যার মতো বিভাগ পর্যবেক্ষণ করা হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ, ওপিডি, কন্ট্রোল রুম, এবং নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) পর্যবেক্ষণ করা হয়েছিল।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
২৫ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তারা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
২৮ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
২ ঘণ্টা আগে