ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন। আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের পর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করেছে। এরপর থেকে বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার ‘বিপ্লব’ হবে।
কেজরিওয়ালকে এমন সময়ে গ্রেপ্তার করা হলো, যখন লোকসভা নির্বাচনের দ্বারপ্রান্তে ভারত। এমন ঘটনা অন্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও ঘটছে। কারও বাড়িতে তল্লাশি চলছে, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। দেশটির অন্যতম বড় দল কংগ্রেস অভিযোগ করেছে, তারা প্রচারের অর্থ জোগান দিতে পারছে না। কারণ, কর ফাঁকির অভিযোগে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
কেজরিওয়ালের গ্রেপ্তার দিল্লিতে ইতিহাস সৃষ্টি করেছে বলা যায়। কারণ এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কেউ গ্রেপ্তার হননি। কেজরিওয়াল গ্রেপ্তারের পর আম আদমি পার্টির মুখপাত্র বলেছেন, ‘মোদির নোংরা রাজনীতির শিকার কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না, জেল থেকেই দিল্লি সরকার চালাবেন।’
কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৯ বার ডাকা হয়েছিল। তিনি সাড়া দেননি। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘সব মোদির খেয়াল। এ পর্যন্ত সরকার দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁরা আরও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে, এটা সম্ভব।’
গত মাসে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয়। পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন এই নেতা। সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা। আম আদমি পার্টি, কংগ্রেসের মতো এই মোর্চাও বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে আছে। এই জোট আশা করছে, মোদির টানা তৃতীয়বার ক্ষমতায় আসা ঠেকানো যাবে এবার।
বিশ্লেষকেরা বলছেন, এই নেতাদের গ্রেপ্তার মোদি এবং তাঁর দল বিজেপির জন্য ঝুঁকির কারণ হতে পারে। এমন গ্রেপ্তারের কারণে তাঁরা জনগণের সহমর্মিতা পাবেন। বিরোধীদের জোট ভাঙার বদলে এসব গ্রেপ্তারের ঘটনা তাঁদের আরও জোটবদ্ধ করবে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অসিম আলী বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার মধ্য দিয়ে মোদি সরকার শুধু নিজের কর্তৃত্ববাদী এবং খ্যাপাটে ঘোড়া হিসেবে জাহির করল তা-ই নয়; বরং এর মাধ্যমে দোদুল্যমান ভোটারদের আম আদমিকে ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। তিনি আরও বলেন, ‘কেজরিওয়ালকে শহীদি মর্যাদা পাওয়ার সুযোগ করে দিল বিজেপি।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, ভারতে যে মানবাধিকার নির্লজ্জভাবে লঙ্ঘিত হচ্ছে, কেজরিওয়ালের গ্রেপ্তার তারই অংশ।
আল-জাজিরার থেকে সংক্ষেপিত
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন। আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের পর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করেছে। এরপর থেকে বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার ‘বিপ্লব’ হবে।
কেজরিওয়ালকে এমন সময়ে গ্রেপ্তার করা হলো, যখন লোকসভা নির্বাচনের দ্বারপ্রান্তে ভারত। এমন ঘটনা অন্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও ঘটছে। কারও বাড়িতে তল্লাশি চলছে, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। দেশটির অন্যতম বড় দল কংগ্রেস অভিযোগ করেছে, তারা প্রচারের অর্থ জোগান দিতে পারছে না। কারণ, কর ফাঁকির অভিযোগে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
কেজরিওয়ালের গ্রেপ্তার দিল্লিতে ইতিহাস সৃষ্টি করেছে বলা যায়। কারণ এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কেউ গ্রেপ্তার হননি। কেজরিওয়াল গ্রেপ্তারের পর আম আদমি পার্টির মুখপাত্র বলেছেন, ‘মোদির নোংরা রাজনীতির শিকার কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না, জেল থেকেই দিল্লি সরকার চালাবেন।’
কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৯ বার ডাকা হয়েছিল। তিনি সাড়া দেননি। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘সব মোদির খেয়াল। এ পর্যন্ত সরকার দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁরা আরও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে, এটা সম্ভব।’
গত মাসে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয়। পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন এই নেতা। সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা। আম আদমি পার্টি, কংগ্রেসের মতো এই মোর্চাও বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে আছে। এই জোট আশা করছে, মোদির টানা তৃতীয়বার ক্ষমতায় আসা ঠেকানো যাবে এবার।
বিশ্লেষকেরা বলছেন, এই নেতাদের গ্রেপ্তার মোদি এবং তাঁর দল বিজেপির জন্য ঝুঁকির কারণ হতে পারে। এমন গ্রেপ্তারের কারণে তাঁরা জনগণের সহমর্মিতা পাবেন। বিরোধীদের জোট ভাঙার বদলে এসব গ্রেপ্তারের ঘটনা তাঁদের আরও জোটবদ্ধ করবে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অসিম আলী বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার মধ্য দিয়ে মোদি সরকার শুধু নিজের কর্তৃত্ববাদী এবং খ্যাপাটে ঘোড়া হিসেবে জাহির করল তা-ই নয়; বরং এর মাধ্যমে দোদুল্যমান ভোটারদের আম আদমিকে ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। তিনি আরও বলেন, ‘কেজরিওয়ালকে শহীদি মর্যাদা পাওয়ার সুযোগ করে দিল বিজেপি।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, ভারতে যে মানবাধিকার নির্লজ্জভাবে লঙ্ঘিত হচ্ছে, কেজরিওয়ালের গ্রেপ্তার তারই অংশ।
আল-জাজিরার থেকে সংক্ষেপিত
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪ ঘণ্টা আগে