Ajker Patrika

ট্রাম্পের ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলে কী দেখলেন মোদি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২৩: ০০
অ্যাকাউন্ট খোলার পর এখন পর্যন্ত দুটি ট্রুথ পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
অ্যাকাউন্ট খোলার পর এখন পর্যন্ত দুটি ট্রুথ পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। আজ সোমবার অ্যাকাউন্ট খুলেই দুটি ট্রুথ শেয়ার করেন তিনি। যার মধ্যে একটি তাঁর বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তোলা ছবি এবং অন্যটি তাঁর ৩ ঘণ্টার পডকাস্টের লিংক।

এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পোস্টকে ‘ট্রুথ’ বলা হয়। প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রথম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং এর ক্যাপশনে লিখেছেন, ‘ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে আমি আনন্দিত! আমি এখানকার উদ্যমী মানুষদের সঙ্গে মিথস্ক্রিয়া ও ভবিষ্যতে অর্থপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’

দ্বিতীয় ট্রুথে তিনি বিখ্যাত পডকাস্টার ও কম্পিউটারবিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তাঁর সাম্প্রতিক ৩ ঘণ্টার পডকাস্টের একটি লিংক শেয়ার করেন। এই পডকাস্টে বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন বৈশ্বিক বিষয়সহ অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে।

তাঁর ভিডিও শেয়ার করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। এই ভিডিওতে আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক সমস্যা এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’

লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি ও ট্রাম্প উভয়ে নিজ নিজ দেশকে প্রাধান্য দেন। এটি তাঁদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, জো বাইডেনের সময় ট্রাম্প ক্ষমতায় না থাকলেও তাঁদের মধ্যে অটুট বন্ধুত্ব ছিল।

মোদি আরও বলেন, ‘ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে হিউস্টনের অনুষ্ঠানে আমাকে সময় দিয়েছিলেন। ওই সময় আমি তাঁর সাহস ও আমার প্রতি তাঁর আস্থা দেখে মুগ্ধ হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত