রিকশাচালককে নিজের সব সম্পত্তি লিখে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার কট্টকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী মিনতি পাটনায়েক কট্টকের সুতাহাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর তিনতলা ভবন, সোনার গয়না ও তাঁর সমস্ত সম্পদ একজন রিকশাচালককে দিয়ে গেছেন, যার মূল্য এক কোটি রুপির বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকা)।
মিনতি গত বছর তাঁর স্বামীকে হারান। পরে মেয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর ছয় মাস পর মেয়ে কোমলেরও মৃত্যু হয়। এরপরই পুরোপুরি একা হয়ে পড়েন মিনতি। এরপর মিনতির দেখভাল শুরু করেন রিকশাচালক বুধা সামাল। এতে খুশি হয়ে মিনতি তাঁর সব সম্পদ বুধাকে লিখে দিয়েছেন।
মিনতি বলেন, `আমার সমস্ত আত্মীয়র যথেষ্ট সম্পত্তি আছে এবং আমি সব সময় একটি দরিদ্র পরিবারকে আমার সম্পদ দান করতে চেয়েছিলাম। আমার মৃত্যুর পর যাতে কেউ তাদের হয়রানি না করে, সে জন্য আমি বৈধভাবে বুধা ও তার পরিবারকে সবকিছু দান করার সিদ্ধান্ত নিয়েছি।'
তবে বুধাকে সব সম্পত্তি দেওয়ার বিরোধিতা করেছেন মিনতির বোন। এ সম্পর্কে মিনতি বলেন, `আমার মেয়ের মৃত্যুর পর কেউ এগিয়ে আসেনি। গত ২৫ বছর ধরে বুধা ও তার পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।'
মিনতি জানান, বুধা তাঁর মেয়েকে স্কুল-কলেজে নিয়ে যেতেন।
সম্পদ পাওয়ার বিষয়ে বুধা বলেন, `আমি কখনো এই সম্পদের স্বপ্ন দেখিনি। কিন্তু আমি সব সময় মিনতির দেখাশোনা করেছি। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা তাঁর পাশে থাকব।'
রিকশাচালককে নিজের সব সম্পত্তি লিখে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার কট্টকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী মিনতি পাটনায়েক কট্টকের সুতাহাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর তিনতলা ভবন, সোনার গয়না ও তাঁর সমস্ত সম্পদ একজন রিকশাচালককে দিয়ে গেছেন, যার মূল্য এক কোটি রুপির বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকা)।
মিনতি গত বছর তাঁর স্বামীকে হারান। পরে মেয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর ছয় মাস পর মেয়ে কোমলেরও মৃত্যু হয়। এরপরই পুরোপুরি একা হয়ে পড়েন মিনতি। এরপর মিনতির দেখভাল শুরু করেন রিকশাচালক বুধা সামাল। এতে খুশি হয়ে মিনতি তাঁর সব সম্পদ বুধাকে লিখে দিয়েছেন।
মিনতি বলেন, `আমার সমস্ত আত্মীয়র যথেষ্ট সম্পত্তি আছে এবং আমি সব সময় একটি দরিদ্র পরিবারকে আমার সম্পদ দান করতে চেয়েছিলাম। আমার মৃত্যুর পর যাতে কেউ তাদের হয়রানি না করে, সে জন্য আমি বৈধভাবে বুধা ও তার পরিবারকে সবকিছু দান করার সিদ্ধান্ত নিয়েছি।'
তবে বুধাকে সব সম্পত্তি দেওয়ার বিরোধিতা করেছেন মিনতির বোন। এ সম্পর্কে মিনতি বলেন, `আমার মেয়ের মৃত্যুর পর কেউ এগিয়ে আসেনি। গত ২৫ বছর ধরে বুধা ও তার পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।'
মিনতি জানান, বুধা তাঁর মেয়েকে স্কুল-কলেজে নিয়ে যেতেন।
সম্পদ পাওয়ার বিষয়ে বুধা বলেন, `আমি কখনো এই সম্পদের স্বপ্ন দেখিনি। কিন্তু আমি সব সময় মিনতির দেখাশোনা করেছি। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা তাঁর পাশে থাকব।'
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৫ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২২ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে