অবশেষে ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হলো ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বহুল আলোচিত রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’। আজ সোমবার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অর্থাৎ নবনির্মিত রাম মন্দিরে রামের মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত অতিথি ও জনতার উদ্দেশে বলেন, ‘অবশেষে আমাদের রাম এসেছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উপস্থিত অতিথি ও জনতার উদ্দেশে এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘প্রভু রাম আর তাঁবুতে থাকবেন না, তাই তিনি অত্যন্ত আনন্দিত।’ রাম মন্দিরে রামের প্রতিমা স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘আমার গলা বন্ধ হয়ে আসছে, শরীর এখনো কাঁপছে। অভূতপূর্ব ধৈর্য, অসংখ্য ত্যাগ ও তপস্যার পর আমাদের প্রভু রাম এসে গেছেন। এই উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জানুয়ারি ২২ এখন কেবল আর ক্যালেন্ডারের তারিখ নয় বরং নতুন যুগের সূচনা। আমরা ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, এটা আমাদের জন্য আশীর্বাদ।’ এ মুহূর্তের জন্য দেরি হওয়ায় তিনি এ সময় দেবতার কাছ থেকে ক্ষমা প্রার্থনাও করেন।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা। আজ সোমবার ভারতীয় অনেক অভিনেতা ও পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালন করা হয়েছে। সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে দীপাবলির সঙ্গে তুলনা করা হচ্ছে। হিন্দু ধর্মের অন্যতম দেবতা রামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দিন অর্থাৎ দীপাবলি উৎসব পালন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা ১১ দিন হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অবশেষে ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হলো ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বহুল আলোচিত রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’। আজ সোমবার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অর্থাৎ নবনির্মিত রাম মন্দিরে রামের মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত অতিথি ও জনতার উদ্দেশে বলেন, ‘অবশেষে আমাদের রাম এসেছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উপস্থিত অতিথি ও জনতার উদ্দেশে এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘প্রভু রাম আর তাঁবুতে থাকবেন না, তাই তিনি অত্যন্ত আনন্দিত।’ রাম মন্দিরে রামের প্রতিমা স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘আমার গলা বন্ধ হয়ে আসছে, শরীর এখনো কাঁপছে। অভূতপূর্ব ধৈর্য, অসংখ্য ত্যাগ ও তপস্যার পর আমাদের প্রভু রাম এসে গেছেন। এই উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জানুয়ারি ২২ এখন কেবল আর ক্যালেন্ডারের তারিখ নয় বরং নতুন যুগের সূচনা। আমরা ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, এটা আমাদের জন্য আশীর্বাদ।’ এ মুহূর্তের জন্য দেরি হওয়ায় তিনি এ সময় দেবতার কাছ থেকে ক্ষমা প্রার্থনাও করেন।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা। আজ সোমবার ভারতীয় অনেক অভিনেতা ও পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালন করা হয়েছে। সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে দীপাবলির সঙ্গে তুলনা করা হচ্ছে। হিন্দু ধর্মের অন্যতম দেবতা রামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দিন অর্থাৎ দীপাবলি উৎসব পালন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা ১১ দিন হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১৭ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে