Ajker Patrika

সিংহের নাম কেন আকবর আর সীতা রাখা হলো—প্রশ্ন ভারতীয় হাইকোর্টের

সিংহের নাম কেন আকবর আর সীতা রাখা হলো—প্রশ্ন ভারতীয় হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে আকবর নামে একটি সিংহ ও সীতা নামে একটি সিংহীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। এই দুটি পশুকে সম্প্রতি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একই ঘেরে রাখা হলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকে আকবরের সঙ্গে সীতার বসবাস মেনে নিতে পারছিলেন না। 

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করা হয়েছিল সীতা নামের সিংহীটিকে। পরে এটিকে আকবর নামের সিংহটির সঙ্গে একই ঘেরে রাখার জেরে বিশ্ব হিন্দু পরিষদ সীতার নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিল। 

হিন্দু পরিষদের ওই আবেদনের ওপর শুনানি করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। শুনানির একপর্যায়ে একটি মৌখিক নির্দেশে রাজ্য সরকারকে বিতর্ক এড়ানোর জন্য দুটি পশুরই নাম পরিবর্তন বিবেচনা করতে বলা হয়। 

বিচারক সৌগত ভট্টাচার্য এ সময় বলেন, ‘আপনি কি হিন্দু দেবতা, মুসলিম নবী বা খ্রিষ্টান দেবতা বা স্বাধীনতা সংগ্রামী বা নোবেল বিজয়ীর নামে একটি সিংহের নাম রাখবেন? সাধারণত যে কেউ আমাদের দেশের জনগণের দ্বারা শ্রদ্ধেয় বা সম্মানিত হয়?’ 

বিচারক আরও বলেন, ‘এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন সীতা ও আকবরের নামে সিংহের নামকরণ করে অযথা বিতর্ক সৃষ্টি করবেন? এই বিতর্ক এড়ানো উচিত ছিল। শুধু সীতা নয়, আমি সিংহের আকবর নামকরণও সমর্থন করি না। তিনি অত্যন্ত দক্ষ এবং মহৎ একজন মুঘল সম্রাট ছিলেন। অত্যন্ত সফল এবং ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট।’ 

আদালতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকারী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) বিচারককে জানান, সিংহদের নাম ত্রিপুরায় রাখা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে এদের নাম পরিবর্তনের কথা বিবেচনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত