রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত গোকারাকোন্দা নাগা (জিএন) সাইবাবাকে বেকসুর খালাস দিয়েছে ভারতের আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাইবাবা ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত হন। ২০২২ সালে মহারাষ্ট্র আদালত তাঁকে বেকসুর খালাস দিলেও মহারাষ্ট্র সরকার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। পরে আপিল বিভাগ রায়ে স্থগিতাদেশ দেয়। সবশেষ গত মঙ্গলবার মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চ তাঁকেসহ অন্য অভিযুক্তদের বেকসুর খালাস দেন।
জিএন সাইবাবা শারীরিক প্রতিবন্ধী। কোমর থেকে নিচ পর্যন্ত অবশ। তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। মামলার পর থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৭ সালে তাঁকে ‘রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইবাবাকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০১৪ সালে। ভারতে নিষিদ্ধ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাওবাদীরা বলেন, তাঁরা ভারতে কমিউনিস্ট শাসন এবং এবং আদিবাসী ও গ্রামীণ গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন।
সাইবাবা ভারতের আদিবাসী অধ্যুষিত এলাকা ভ্রমণ করেছেন। এসব এলাকায় তিনি ভারতীয় সেনাবাহিনী, সরকার সমর্থক এবং মাওবাদী প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তবে তিনি মাওবাদীদের সঙ্গে যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
মানবাধিকার কর্মী ও সংগঠনগুলো হুইলচেয়ারে চলাফেরা একজন মানুষকে বারবার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের স্পেশাল রেপোর্ট্যার মেরি লেলোর এ ঘটনাকে ‘অমানবিক ও অবিবেচক’ বলে অভিহিত করেছেন।
রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত গোকারাকোন্দা নাগা (জিএন) সাইবাবাকে বেকসুর খালাস দিয়েছে ভারতের আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাইবাবা ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত হন। ২০২২ সালে মহারাষ্ট্র আদালত তাঁকে বেকসুর খালাস দিলেও মহারাষ্ট্র সরকার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। পরে আপিল বিভাগ রায়ে স্থগিতাদেশ দেয়। সবশেষ গত মঙ্গলবার মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চ তাঁকেসহ অন্য অভিযুক্তদের বেকসুর খালাস দেন।
জিএন সাইবাবা শারীরিক প্রতিবন্ধী। কোমর থেকে নিচ পর্যন্ত অবশ। তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। মামলার পর থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৭ সালে তাঁকে ‘রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইবাবাকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০১৪ সালে। ভারতে নিষিদ্ধ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাওবাদীরা বলেন, তাঁরা ভারতে কমিউনিস্ট শাসন এবং এবং আদিবাসী ও গ্রামীণ গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন।
সাইবাবা ভারতের আদিবাসী অধ্যুষিত এলাকা ভ্রমণ করেছেন। এসব এলাকায় তিনি ভারতীয় সেনাবাহিনী, সরকার সমর্থক এবং মাওবাদী প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তবে তিনি মাওবাদীদের সঙ্গে যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
মানবাধিকার কর্মী ও সংগঠনগুলো হুইলচেয়ারে চলাফেরা একজন মানুষকে বারবার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের স্পেশাল রেপোর্ট্যার মেরি লেলোর এ ঘটনাকে ‘অমানবিক ও অবিবেচক’ বলে অভিহিত করেছেন।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে