জগিংয়ের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। ‘জলদস্যু ওলাফ’ অভিধাও দিচ্ছেন কেউ কেউ।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের কাছে ওলাফ শলৎজের বাড়ি পটসড্যামের পাশে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ায় তিনি রোববার আঞ্চলিক নির্বাচনী ইভেন্টগুলো বাতিল করেছেন। আগামী কয়েক দিনে বেশ কিছু বক্তৃতা দেওয়াসহ অন্যান্য কাজে তাঁর অংশ নেওয়ার কথা।
বিবিসি বলছে, জার্মান চ্যান্সেলরের এই আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে তার চোখের চারপাশে, নাকে ও চিবুকে ক্ষত দেখা গেছে।
চ্যান্সেলরের মুখপাত্র জানান, ভালো মেজাজেই ছিলেন ওলাফ শলৎজ। তবে তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। সামনের দিনগুলোতে নতুন চেহারার সঙ্গে সবাই যাতে অভ্যস্ত হতে পারেন, সে জন্য শলৎজ ছবিটি প্রকাশ করেছেন।
ওলাফ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। সামনের বছর সেখানে ‘জলদস্যু ওলাফ’-এর বেশে হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেক নেটিজেন। চোখে পট্টির কারণেই এই নামকরণ হয়েছে ওলাফ শলৎজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওলাফ শলৎজের নতুন চেহারার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়েছে। জলদস্যুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই চেহারা নেটিজেনরা পছন্দ করেছে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানদের কাছে ওলাফ শলৎজের যোগাযোগের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ। আর এমন এক নেতাকে এক চোখে পট্টি পরিহিত ছবি পোস্ট করতে দেখে জার্মানরা হয়তো কিছুটা বিস্মিত, কিছুটা আনন্দিত।
জগিংয়ের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। ‘জলদস্যু ওলাফ’ অভিধাও দিচ্ছেন কেউ কেউ।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের কাছে ওলাফ শলৎজের বাড়ি পটসড্যামের পাশে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ায় তিনি রোববার আঞ্চলিক নির্বাচনী ইভেন্টগুলো বাতিল করেছেন। আগামী কয়েক দিনে বেশ কিছু বক্তৃতা দেওয়াসহ অন্যান্য কাজে তাঁর অংশ নেওয়ার কথা।
বিবিসি বলছে, জার্মান চ্যান্সেলরের এই আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে তার চোখের চারপাশে, নাকে ও চিবুকে ক্ষত দেখা গেছে।
চ্যান্সেলরের মুখপাত্র জানান, ভালো মেজাজেই ছিলেন ওলাফ শলৎজ। তবে তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। সামনের দিনগুলোতে নতুন চেহারার সঙ্গে সবাই যাতে অভ্যস্ত হতে পারেন, সে জন্য শলৎজ ছবিটি প্রকাশ করেছেন।
ওলাফ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। সামনের বছর সেখানে ‘জলদস্যু ওলাফ’-এর বেশে হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেক নেটিজেন। চোখে পট্টির কারণেই এই নামকরণ হয়েছে ওলাফ শলৎজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওলাফ শলৎজের নতুন চেহারার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়েছে। জলদস্যুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই চেহারা নেটিজেনরা পছন্দ করেছে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানদের কাছে ওলাফ শলৎজের যোগাযোগের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ। আর এমন এক নেতাকে এক চোখে পট্টি পরিহিত ছবি পোস্ট করতে দেখে জার্মানরা হয়তো কিছুটা বিস্মিত, কিছুটা আনন্দিত।
শচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
১ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
১ ঘণ্টা আগেফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
২ ঘণ্টা আগেসোনম ওয়াংচুক গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘ব্রিথ পাকিস্তান’ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। ‘ডন মিডিয়া’ আয়োজিত এ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের উদ্দেশ্য ছিল পাকিস্তানে পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে সচেতনতা তৈরি করা।
২ ঘণ্টা আগে