Ajker Patrika

শাকিরার কর জালিয়াতি মামলার নিষ্পত্তি চায় স্পেনের কৌঁসুলিরা

শাকিরার কর জালিয়াতি মামলার নিষ্পত্তি চায় স্পেনের কৌঁসুলিরা

কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।

গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।

শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।

গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।

কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত