Ajker Patrika

গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ৫৪
গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

পশ্চিমারা যদি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে রাশিয়াও তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, ‘রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক বাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ৩০০ ডলারে পৌঁছে যেতে পারে।’ 

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় এবং এর জন্য তারা মিত্রদের নিয়ে সম্ভাব্য উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেলের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় আলেক্সান্ডার নোভাক বলেন, খুব দ্রুত ইউরোপের বাজারে রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব হবে না। অন্তত কয়েক বছর লেগে যাবে এবং ইউরোপের ভোক্তাদের জন্য এটা অনেক বেশি ব্যয়বহুল হবে। 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর নর্ড স্ট্রিম-২ নামে রাশিয়া-জার্মানির মধ্যে সংযোগকারী একটি নতুন গ্যাস পাইপলাইনের অনুমোদন স্থগিত করেছিল বার্লিন। জার্মানির সেই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে আলেক্সান্ডার নোভাক বলেন, তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কোও প্রতিশোধ হিসেবে পাল্টা পদক্ষেপ নিতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত