Ajker Patrika

ইতালিতে বিলাসবহুল প্রমোদতরী জব্দ, ধারণা করা হচ্ছে পুতিনের 

আপডেট : ০৭ মে ২০২২, ১০: ৪০
ইতালিতে বিলাসবহুল প্রমোদতরী জব্দ, ধারণা করা হচ্ছে পুতিনের 

ইতালিতে ৭০ কোটি ডলারের বিলাসবহুল একটি প্রমোদতরী জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটির মালিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেহেরজাদে নামের প্রমোদতরীটি গত বছরের সেপ্টেম্বর থেকেই টাস্কানি বন্দরে মেরামতের জন্য রয়েছে।

ইতালির অর্থ মন্ত্রণালয় বলেছে, প্রমোদতরীটির মালিকের রাশিয়ান সরকারের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অধীনে এটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইতালি সরকার।

শেহেরজাদে প্রমোদতরীটির মালিক কে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির সমর্থকেরাও দাবি করেছেন যে এই প্রমোদতরী পুতিনের।

এদিকে অন্য আরও কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, শেহেরজাদে প্রমোদতরীটির ভেতরে দুটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড ও একটি সুইমিংপুল রয়েছে। প্রমোদতরীটির মালিক এডুয়ার্ড খুদাইনাতোভ। তিনি রাশিয়ান জ্বালানি কোম্পানি রোসনেফ্টের সাবেক প্রধান। তবে তিনি বর্তমানে ইইউর নিষেধাজ্ঞার লক্ষ্য নন।

বিশ্বের অনেক প্রমোদতরীর মালিকই রাশিয়ান বিলিয়নিয়াররা। তবে এটি তাঁরা গোপন রাখেন। এই প্রমোদতরীগুলো বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিবন্ধিত হয়। এরই মধ্যে এমন বেশ কয়েকটি প্রমোদতরী জব্দ করেছে পশ্চিমা দেশগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত