Ajker Patrika

‘রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’

‘রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে ব্ল্যাকমেল করছে। দেশটি জ্বালানিকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সময় বুধবার ইউরোপীয় দেশগুলোর জন্য আসন্ন শীতে গ্যাস বাঁচিয়ে রাখতে এখন গ্যাসের ব্যবহার কমাতে ‘নিরাপদ শীতের জন্য গ্যাস বাঁচাও’ ক্যাম্পেইনের উদ্বোধনকালে ভ্যান ডার লেয়ন এই কথা বলেন। তিনি জানিয়েছেন, রাশিয়া এরই মধ্যে ইউরোপের ১২টি দেশে আংশিক কিংবা সম্পূর্ণভাবে গ্যাস বন্ধ করে দিয়েছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে যেকোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহে বাধা পড়তে পারে। আর রাশিয়ার এই ঘোষণার বিপরীতে সতর্ক পদক্ষেপ হিসেবে দেশগুলোকে গ্যাসের ব্যবহার অন্তত ১৫ শতাংশ কমিয়ে আনতে বলেছে। সতর্ক করে ভ্যান ডার লেয়ন বলেন, বাস্তব চিত্র হলো—রাশিয়া যেকোনো সময় গ্যাস বন্ধ করে দিতে পারে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে। জ্বালানিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

নতুন ক্যাম্পেইনের আওতায় আগামী আগস্ট থেকে ২০২৩ সালে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে গ্যাসের ব্যবহার ২৩ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভ্যান ডার লেয়ন জানিয়েছেন, এই বিষয়ে কমিশন সদস্য দেশগুলোকে প্রয়োজনীয় হিসাবসহ যাবতীয় উপায়ে সাহায্য করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত