অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ ছিল। রুশ রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা তাসকে এমনটাই জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি দলের সদস্য গ্রেগরি কারাসিন। তিনি জানিয়েছেন, জাতিসংঘ ও অন্যান্য দেশ পরবর্তী আলোচনাগুলোতে অংশ নেবে।
রুশ সিনেটর গ্রেগরি কারাসিনকে উদ্ধৃত করে বলা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সবকিছু নিয়েই আলোচনা হয়েছে—তীব্র কঠিন আলোচনা হয়েছে, কিন্তু এটি আমাদের এবং আমেরিকানদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।’
সাবেক কূটনীতিক কারাসিন বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ ও অন্যান্য—পরিচয় প্রকাশ না করা দেশ—এতে অংশ নেবে। তিনি বলেন, ‘আমরা এটি চালিয়ে যাব, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। বিশেষ করে জাতিসংঘ এবং কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে।’ কারাসিন আরও বলেন, ‘মোটকথা, একটি গঠনমূলক আলোচনার আভাস পাওয়া গেছে, যা প্রয়োজন ও দরকারি। আমেরিকানরাও এতে আগ্রহী।’
রয়টার্সকে একটি রুশ সূত্র জানিয়েছে, মস্কো ও ওয়াশিংটনের অনুমোদনের জন্য একটি যৌথ বিবৃতির খসড়া পাঠানো হয়েছে এবং পক্ষগুলো আজ মঙ্গলবার এটি প্রকাশ করার লক্ষ্য রেখেছে।
এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, রিয়াদে গত রোববার ইউক্রেনের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার পর এই রুশ-মার্কিন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর তিন বছর ধরে চলা সংঘাত শেষ করার প্রচেষ্টা জোরদার করেছেন।
আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার লক্ষ্য হলো—কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি অর্জন করা, যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে।
রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ ছিল। রুশ রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা তাসকে এমনটাই জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি দলের সদস্য গ্রেগরি কারাসিন। তিনি জানিয়েছেন, জাতিসংঘ ও অন্যান্য দেশ পরবর্তী আলোচনাগুলোতে অংশ নেবে।
রুশ সিনেটর গ্রেগরি কারাসিনকে উদ্ধৃত করে বলা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সবকিছু নিয়েই আলোচনা হয়েছে—তীব্র কঠিন আলোচনা হয়েছে, কিন্তু এটি আমাদের এবং আমেরিকানদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।’
সাবেক কূটনীতিক কারাসিন বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ ও অন্যান্য—পরিচয় প্রকাশ না করা দেশ—এতে অংশ নেবে। তিনি বলেন, ‘আমরা এটি চালিয়ে যাব, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। বিশেষ করে জাতিসংঘ এবং কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে।’ কারাসিন আরও বলেন, ‘মোটকথা, একটি গঠনমূলক আলোচনার আভাস পাওয়া গেছে, যা প্রয়োজন ও দরকারি। আমেরিকানরাও এতে আগ্রহী।’
রয়টার্সকে একটি রুশ সূত্র জানিয়েছে, মস্কো ও ওয়াশিংটনের অনুমোদনের জন্য একটি যৌথ বিবৃতির খসড়া পাঠানো হয়েছে এবং পক্ষগুলো আজ মঙ্গলবার এটি প্রকাশ করার লক্ষ্য রেখেছে।
এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, রিয়াদে গত রোববার ইউক্রেনের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার পর এই রুশ-মার্কিন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর তিন বছর ধরে চলা সংঘাত শেষ করার প্রচেষ্টা জোরদার করেছেন।
আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার লক্ষ্য হলো—কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি অর্জন করা, যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে।
রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে