Ajker Patrika

বিশ্বের ‘সবচেয়ে সুখী দেশ’ ফিনল্যান্ড থেকে জীবনের ৫ শিক্ষা

অনলাইন ডেস্ক
ছবি: ফোর্বস
ছবি: ফোর্বস

সাধারণ জীবনযাপন বেছে নেওয়া থেকে শুরু করে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে তোলার মতো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে ফিনল্যান্ড। দেশটি টানা অষ্টমবারের মতো এবারও (২০২৫) সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। নর্ডিক দেশগুলোর মধ্যে শুধু ফিনল্যান্ডই নয়, সুখী দেশের তালিকায় আধিপত্য দেখা গেছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনেরও।

এদিকে ১৪৭টি দেশ নিয়ে করা এই সুখী দেশের তালিকায় গতবারের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে এবার ১৩৪ তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। গবেষকেরা মনে করেন—সামাজিক বিচ্ছিন্নতা, রাজনৈতিক বিভাজন এবং সংযোগহীনতার অনুভূতি সুখের স্তরে এই ধরনের পতন নিয়ে আসতে পারে।

নর্ডিক দেশগুলোর নাগরিকেরা শুধু অর্থনৈতিক সাফল্যের জন্যই সুখী—এমন নয়। তাঁদের সুখের মূলে রয়েছে বিশ্বাস, সামাজিক সংযোগ এবং সমাজ ও মানুষ পরস্পরের প্রতি দায়িত্বশীল থাকার মতো একটি অভিন্ন ধারণা। যেকোনো মানুষ এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। বৃহস্পতিবার ফোর্বসের এক প্রতিবেদনে ফিনল্যান্ড থেকে অন্য দেশের মানুষ শিক্ষা নিতে পারে এমন পাঁচটি জীবনধারার কথা তুলে ধরা হয়েছে।

সরলতাকে গ্রহণ করুন

ফিনল্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হলো সরল জীবনধারার প্রতি ভালোবাসা। এটি তাদের ‘সিসু’ দর্শনের ভিত্তি করে গড়ে উঠেছে, যা মানসিক দৃঢ়তা ও সহনশীলতার প্রতীক। ফিনল্যান্ডের মানুষের কাছে এই দর্শন শুধুমাত্র কথার কথা নয়, বরং তাঁদের দৈনন্দিন জীবনেও এটি প্রতিফলিত হয়। সেখানে মানুষ অযথা সম্পদ বা খ্যাতির পেছনে ছোটে না, বরং প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেয়।

প্রকৃতির সঙ্গে সময় কাটান

ফিনল্যান্ডে প্রকৃতি কেবল দেখার বিষয় নয়, বরং এটি জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে ‘এভরিম্যানস রাইটস’ নামে একটি আইন রয়েছে, যা সকল নাগরিককে বনের মধ্যে স্বাধীনভাবে ঘোরাঘুরি, বেরি তোলা বা মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার প্রদান করে। এমনকি শীতকালেও দেশটির মানুষ স্কিইং, বরফে হাঁটা, উত্তর মেরুর আলো দেখা বা বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার মাধ্যমে প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকে।

বিশ্রাম ও প্রশান্তিকে স্বাভাবিক করুন

ফিনল্যান্ডে নীরবতা অস্বস্তিকর কিছু নয়, বরং এটিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। দেশটিতে প্রচলিত একটি প্রবাদ আছে এমন—‘নীরবতা স্বর্ণ, আর কথা বলা রুপা’। দেশটির সাউনা সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ—যেখানে মানুষ বিশ্রাম নেয়, চিন্তা করে এবং উষ্ণতা উপভোগ করে। ফিনরা বিশ্বাস করে, বিশ্রাম জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ, কেবল কাজের পুরস্কার নয়। এই ধারণাটি আমাদের শেখায়, প্রকৃত সুখ অনেক সময় নিঃশব্দ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে।

আজীবন শেখার মানসিকতা গড়ে তুলুন

ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। এটি কঠোর পরীক্ষা বা দীর্ঘ পড়াশোনার ওপর নির্ভরশীল নয়, বরং সমান সুযোগ, সৃজনশীলতা এবং যৌথ শিক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। শিক্ষকদের সম্মান দেওয়া হয় এবং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার স্বাধীনতা দেওয়া হয় সেখানে।

আজীবন শেখার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় না। ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে বা স্বল্পমূল্যে শেখার অসংখ্য সুযোগ রয়েছে। ইউটিউব চ্যানেল, পডকাস্ট, ডিজিটাল লাইব্রেরি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারি।

সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস গড়ে তুলুন

ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। এখানে সামাজিক বিশ্বাসের মাত্রা অত্যন্ত উঁচু। মানুষ তাদের সরকার, প্রতিবেশী এমনকি অপরিচিতদের ওপরও আস্থা রাখেন। সামাজিক এমন বিশ্বাসের কারণেই দেশটির ছোট ছোট বাচ্চাদের একা স্কুলে যাওয়া খুব স্বাভাবিক একটি ব্যাপার।

বিশ্বব্যাপী যেখানে ব্যক্তি স্বার্থ ও প্রতিযোগিতা অনেক ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে, সেখানে ফিনল্যান্ড আমাদের শেখায়, সম্প্রদায় ও পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

যদিও সবাই নর্ডিক দেশে বসবাস করতে পারবে না, তবে তাদের জীবনধারা অনুসরণ করলে আমাদের নিজেদের জীবনেও আনন্দ, সংযোগ ও পরিতৃপ্তি বৃদ্ধি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত