Ajker Patrika

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী, আশঙ্কা রাজনৈতিক অস্থিরতার

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী, আশঙ্কা রাজনৈতিক অস্থিরতার

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ইতালির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। তাঁর নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্যের সরকারের অংশীদের মধ্যে ফাটল ধরায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তাঁর পদত্যাগের ফলে দেশটির অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা ও প্রধানমন্ত্রী দ্রাঘি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে এক বৈঠক শেষে তাঁর পদত্যাগপত্র জমা দেন। ইতালির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, দ্রাঘির পদত্যাগের বিষয়টি আমলে নিয়েছেন প্রেসিডেন্ট। এবং তিনি প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে উদ্ভূত সংকট নিরসনে প্রেসিডেন্ট মাত্তারেল্লা স্থানীয় সময় আজ বিকেলে দেশটির পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই দেশটির পার্লামেন্ট ভেঙে দিতে পারেন প্রেসিডেন্ট এবং আগামী অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন।

এর আগে, গত বুধবার মারিও দ্রাঘির নেতৃত্বাধীন জোটের তিন প্রধান শরিক দ্রাঘির ঐক্যের আহ্বানে সাড়া না দেওয়ায় ভাঙনের মুখে পড়ে জোট। এর মধ্য দিয়ে, দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক স্থিতিশীলতার অবসান হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত