Ajker Patrika

সমালোচনার মুখে ইনহেলার কোম্পানি বিক্রি করলেন মার্লবোরো মালিক

সমালোচনার মুখে ইনহেলার কোম্পানি বিক্রি করলেন মার্লবোরো মালিক

মার্লবোরো সিগারেটের উৎপাদক প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)। বুধবার বিবিসি জানিয়েছে, এই সংস্থাটি তার মালিকানায় থাকা যুক্তরাজ্য-ভিত্তিক একটি ইনহেলার কোম্পানি কেনা দামের চেয়েও অনেক কম দামে বিক্রি করে দিয়েছে। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের মালিকানায় থাকা ইনহেলার কোম্পানি ভেকচুরা গ্রুপকে (Vectura Group) মাত্র ১৫ কোটি পাউন্ডে বিক্রি করা হয়েছে। অথচ তিন বছর আগেই এক বিলিয়ন পাউন্ডের বেশি মূল্য দিয়ে এই কোম্পানিটি কিনেছিল পিএমআই। 

ভেকচুরা কোম্পানি হাঁপানির মতো ফুসফুসের অবস্থার চিকিৎসার জন্য ইনহেলার তৈরি করে। তবে সাম্প্রতিক সময়ে এই কোম্পানিটি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল কিনে নিলে অনেকেই এই সিদ্ধান্তকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেন। তবে পিএমআই কোম্পানি বরাবরই দাবি করে এসেছে, তারা সিগারেট এবং ভ্যাপিংয়ের মতো ধূমপান মুক্ত ব্যবসার দিকে সরে যাওয়ার কৌশল হিসেবেই ইনহেলার কোম্পানি কিনে নিয়েছে। 

বুধবার ইলেকট্রনিকস ফার্ম মোলেক্স এশিয়া হোল্ডিংসের কাছে ভেকচুরা গ্রুপ বিক্রির ঘোষণা দিয়ে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বলেছে, এই সিদ্ধান্ত কিছু বাহ্যিক সীমাবদ্ধতা এবং আমাদের মালিকানার জন্য অযৌক্তিক সমালোচনার বোঝা থেকে ভেকচুরাকে মুক্তি দিয়েছে। 

ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের বস জ্যাসেক ওলক্যাক জানিয়েছেন, ভেকচুরা গ্রুপ কিনে নেওয়া সিদ্ধান্তটি একটি ধূমপান মুক্ত বিশ্বের দিকে পিএমআই-এর সরে যাওয়ার অংশ ছিল। ২০৩০ সালের মধ্যে সিগারেট নয় এমন পণ্য থেকে দুই-তৃতীয়াংশ বিক্রি চায় তাঁর কোম্পানি। 

তবে সিগারেট বিক্রি করে এখনো বিলিয়ন পাউন্ড উপার্জনের কথা বিবেচনা করা পিএমআই কোম্পানির প্রতিশ্রুতির আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্বাস্থ্য সম্পর্কিত কিছু দাতব্য সংস্থা। গত জুনের শেষ থেকে তিন মাসের জন্য কোম্পানিটির ৭১৯ কোটি পাউন্ড বিক্রির মধ্যে ৬০ শতাংশই এসেছে সিগারেট থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত