Ajker Patrika

রয়টার্সের নেতৃত্বে প্রথম নারী

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭: ০৪
রয়টার্সের নেতৃত্বে প্রথম নারী

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হতে যাচ্ছেন আলেসান্দ্রা গ্যালোনি। ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী রয়টার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ।

রোমের অধিবাসী ৪৭ বছর বয়সী গ্যালোনি বর্তমানে রয়টার্সের অন্যতম শীর্ষস্থানীয় একজন সম্পাদক হিসেবে নিউজরুম সামলাচ্ছেন । তিনি রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসে অবসরে যাচ্ছেন অ্যাডলার। তাঁর নেতৃত্বকালে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারসহ রয়টার্স কয়েকশ পুরস্কার পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্যালোনি চারটি ভাষা জানেন। রয়টার্সের হয়ে ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারের ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে । রয়টার্সের আগে তিনি ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন।

গ্যালোনি এমন এক সময়ে রয়টার্সের দায়িত্ব নিতে যাচ্ছেন যখন নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি সংবাদ সংস্থাটি।  প্রধান সম্পাদকের চেয়ারে বসার পর তাকে অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ বর্তমান বাস্তবতায় সব গণমাধ্যমকেই মোকাবেলা করতে হচ্ছে; এর বাইরে বিস্তৃত ও জটিল সাংগঠনিক কাঠামো পরিচালনার ভার তো থাকছেই। আগামী ১৯ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

জানা গেছে,  বর্তমানে বিশ্বজুড়ে রয়টার্সের প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক আছেন। ২০০৮ সাল থেকে থমসন রয়টার্স করপোরেশনের অংশ রয়টার্স। কোম্পানিটির ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার রাজস্বের মধ্যে ১০ শতাংশই রয়টার্সের অবদান। বিশ্বের বহু গণমাধ্যম লোকসানের মুখে পড়লেও এখনো লাভে রয়েছে সংবাদ সংস্থাটি।

প্রধান সম্পাদকের নাম ঘোষণার পর দেওয়া প্রতিক্রিয়ায় গ্যালোনি বলেন, ১৭০ বছর ধরে রয়টার্স স্বতন্ত্র, বিশ্বস্ত বৈশ্বিক প্রতিবেদনের মান নির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকদের নিয়ে গঠিত বিশ্বমানের বার্তাকক্ষের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত।

গ্যালোনির ক্যারিয়ার শুরু হয়েছিল রয়টার্সের ইতালীয় ভাষার নিউজ সার্ভিসে। হার্ভার্ড ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের গ্র্যাজুয়েট এ নারী ওয়াল স্ট্রিট জার্নালে প্রায় ১৩ বছর কাজ করেছেন। ২০১৩ সালে তিনি আবার রয়টার্সে ফেরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত