Ajker Patrika

তুরস্কে ভয়াবহ দাবানল, নিহতের সংখ্যা বেড়ে ৮ 

তুরস্কে ভয়াবহ দাবানল, নিহতের সংখ্যা বেড়ে ৮ 

তুরস্কের বিভিন্ন স্থানে পাঁচ দিন ধরে দাবানলের আগুন জ্বলছে। এতে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার দমকল কর্মী আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ নিয়ে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর মানাভগাত থেকে রোববার দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শহরের আরও ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

 কর্তৃপক্ষ বলছে, তুরস্কের শতাধিক জায়গায় দাবালের আগুন ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে বেশির ভাগ দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি বলেন, বেশির ভাগ আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও মানাভগাত এবং মারমারিস শহরে আগুন এখনো জ্বলছে। এ ছাড়া মিলাসের অভ্যন্তরীণ কিছু এলাকাতে দাবানলের আগুন এখনো জ্বলছে। ওই সব স্থান থেকে বাসিন্দা এবং পর্যটকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। 

গত বুধবার থেকে এই দাবানল শুরু হওয়ার পর হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি রাশিয়া, ইরান, আজারবাইজানের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। 

এদিকে দাবানল নিয়ন্ত্রণে ইউরোপিয়ান দেশগুলোর সাহায্য চেয়েছে তুরস্ক। ইউরোপীয় ইউনিয়ন গতকাল রোববার জানিয়েছে, তাদের পক্ষ থেকে তিনটি উড়োজাহাজ তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে। এর মধ্যে একটি ক্রোয়েশিয়ার এবং দুটি স্পেনের। 

উল্লেখ্য, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত