বাস্তিল দুর্গ ও কারাগারকে বিবেচনা করা হতো ফরাসি রাজাদের নিপীড়নের প্রতীক হিসেবে। রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের এখানে আটকে চালানো হতো অত্যাচার। ১৭৮৯ সালের এই দিনে, অর্থাৎ ১৪ জুলাই প্যারিসের বিপ্লবীরা দুর্গে প্রবেশ করে এবং পতন ঘটে বাস্তিলের। আর এর মাধ্যমেই সূচনা হয় ফরাসি বিপ্লবের।
১৭৮৯ সালের গ্রীষ্মে দ্রুত বিপ্লবের দিকে এগোতে থাকে ফ্রান্স। শত শত বছর ধরে নিপীড়নের শিকার ফরাসি জনগণের ভেতর জমা হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এর মাধ্যমে। ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত দেশটির ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিলেন কেবল ৫ শতাংশ মানুষ। এমনকি এই বিপুল সম্পত্তির জন্য কোনো করও দিতেন না তাঁরা।
প্যারিসে অবস্থিত বাস্তিল দুর্গের সামরিক গভর্নর বের্নাদ রেনে ইয়রদান দে লাউনাই ভয় পাচ্ছিলেন তাঁর দুর্গ বিপ্লবীদের দ্বারা আক্রান্ত হতে পারে। তাই দুর্গের শক্তি বাড়ানোর অনুরোধ জানান রাজার কাছে। রাজা ষোড়শ লুইয়ের প্রাসাদ থেকে খুব দূরে ছিল না দুর্গটি। ১২ জুলাই রাজার নির্দেশে ২৫০ ব্যারেল গানপাউডার পাঠানো হয় বাস্তিলে। লাউনাই বাইরে অবস্থান করা তাঁর সেনাদের বিশাল দুর্গের ভেতরে নিয়ে আসেন। এ সময় পরিখার ওপরের দুটি ড্র ব্রিজ তুলে দেওয়া হয়, যেন এই সেতু ধরে দুর্গে প্রবেশ করতে না পারে বিপ্লবীরা।
১৪ জুলাই, ভোর। গাদাবন্দুক, তলোয়ারসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত বিক্ষুব্ধ জনতা বাস্তিলের চারপাশে জড়ো হতে শুরু করে। শুরুতে লাউনইয়ের লোকেরা জনতার স্রোতকে আটকে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু পিঁপড়ার মতো পিল পিল করে মানুষ বাস্তিলের ওপর ঝাঁপিয়ে পড়লে লউনই দুর্গের ওপরে আত্মসমর্পণের একটি সাদা পতাকা তুলে দিতে বাধ্য হন। তারপর বিপ্লবীসহ বিক্ষুব্ধ জনতা ভেতরে ঢুকে পড়ে দখল নেয় দুর্গের।
লাউনাই ও তার লোকদের আটক করা হয়। বাস্তিলের গোলাবারুদ ও কামান জব্দ করা হয় এবং ভেতরের সাত বন্দীকে মুক্ত করা হয়। হোটেল দ্যু ভিলে পৌঁছানোর পর, যেখানে লাউনাইকে একটি বিপ্লবী কাউন্সিলের মাধ্যমে গ্রেপ্তার এবং বিচার করার কথা ছিল। তবে উন্মত্ত জনতা তাঁকে ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যা করে।
বাস্তিল দখলকে প্রাচীন শাসনের সমাপ্তির প্রতীক হিসেবে দেখা হয়। এটি ফরাসি বিপ্লবকে অপ্রতিরোধ্য একটি গতি এনে দেয়। ফলাফল হিসেবে ১৭৯২ সালে ফ্রান্সে রাজতন্ত্র বিলুপ্ত হয়। সম্রাট ষোড়শ লুই এবং রানি মেরি আতোঁনেতকে ১৭৯৩ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গিলোটিনে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৪ জুলাই দিনটি এখন ফ্রান্সের জাতীয় দিবস। বাস্তিল দিবস হিসেবেও এটি পরিচিত।
সূত্র: হিস্ট্রি ডট কম, উইকিপিডিয়া
বাস্তিল দুর্গ ও কারাগারকে বিবেচনা করা হতো ফরাসি রাজাদের নিপীড়নের প্রতীক হিসেবে। রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের এখানে আটকে চালানো হতো অত্যাচার। ১৭৮৯ সালের এই দিনে, অর্থাৎ ১৪ জুলাই প্যারিসের বিপ্লবীরা দুর্গে প্রবেশ করে এবং পতন ঘটে বাস্তিলের। আর এর মাধ্যমেই সূচনা হয় ফরাসি বিপ্লবের।
১৭৮৯ সালের গ্রীষ্মে দ্রুত বিপ্লবের দিকে এগোতে থাকে ফ্রান্স। শত শত বছর ধরে নিপীড়নের শিকার ফরাসি জনগণের ভেতর জমা হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এর মাধ্যমে। ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত দেশটির ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিলেন কেবল ৫ শতাংশ মানুষ। এমনকি এই বিপুল সম্পত্তির জন্য কোনো করও দিতেন না তাঁরা।
প্যারিসে অবস্থিত বাস্তিল দুর্গের সামরিক গভর্নর বের্নাদ রেনে ইয়রদান দে লাউনাই ভয় পাচ্ছিলেন তাঁর দুর্গ বিপ্লবীদের দ্বারা আক্রান্ত হতে পারে। তাই দুর্গের শক্তি বাড়ানোর অনুরোধ জানান রাজার কাছে। রাজা ষোড়শ লুইয়ের প্রাসাদ থেকে খুব দূরে ছিল না দুর্গটি। ১২ জুলাই রাজার নির্দেশে ২৫০ ব্যারেল গানপাউডার পাঠানো হয় বাস্তিলে। লাউনাই বাইরে অবস্থান করা তাঁর সেনাদের বিশাল দুর্গের ভেতরে নিয়ে আসেন। এ সময় পরিখার ওপরের দুটি ড্র ব্রিজ তুলে দেওয়া হয়, যেন এই সেতু ধরে দুর্গে প্রবেশ করতে না পারে বিপ্লবীরা।
১৪ জুলাই, ভোর। গাদাবন্দুক, তলোয়ারসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত বিক্ষুব্ধ জনতা বাস্তিলের চারপাশে জড়ো হতে শুরু করে। শুরুতে লাউনইয়ের লোকেরা জনতার স্রোতকে আটকে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু পিঁপড়ার মতো পিল পিল করে মানুষ বাস্তিলের ওপর ঝাঁপিয়ে পড়লে লউনই দুর্গের ওপরে আত্মসমর্পণের একটি সাদা পতাকা তুলে দিতে বাধ্য হন। তারপর বিপ্লবীসহ বিক্ষুব্ধ জনতা ভেতরে ঢুকে পড়ে দখল নেয় দুর্গের।
লাউনাই ও তার লোকদের আটক করা হয়। বাস্তিলের গোলাবারুদ ও কামান জব্দ করা হয় এবং ভেতরের সাত বন্দীকে মুক্ত করা হয়। হোটেল দ্যু ভিলে পৌঁছানোর পর, যেখানে লাউনাইকে একটি বিপ্লবী কাউন্সিলের মাধ্যমে গ্রেপ্তার এবং বিচার করার কথা ছিল। তবে উন্মত্ত জনতা তাঁকে ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যা করে।
বাস্তিল দখলকে প্রাচীন শাসনের সমাপ্তির প্রতীক হিসেবে দেখা হয়। এটি ফরাসি বিপ্লবকে অপ্রতিরোধ্য একটি গতি এনে দেয়। ফলাফল হিসেবে ১৭৯২ সালে ফ্রান্সে রাজতন্ত্র বিলুপ্ত হয়। সম্রাট ষোড়শ লুই এবং রানি মেরি আতোঁনেতকে ১৭৯৩ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গিলোটিনে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৪ জুলাই দিনটি এখন ফ্রান্সের জাতীয় দিবস। বাস্তিল দিবস হিসেবেও এটি পরিচিত।
সূত্র: হিস্ট্রি ডট কম, উইকিপিডিয়া
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৯ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে