চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে ৬ কোটি ৬০ লাখ বছর পুরোনো একটি ডাইনোসরের ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণটি সঠিকভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণ ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা বলেছেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো।
এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন।
ড. ফিয়ন ওয়াইসুম মা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে ডাইনোসর।
মাথা থেকে লেজ পর্যন্ত ভ্রূণটি ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। এটি ৬ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। ডিমটি প্রথমে ২০০০ সালে আবিষ্কৃত হয়। এরপর ১০ বছর স্টোরেজে রাখা হয়েছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে ৬ কোটি ৬০ লাখ বছর পুরোনো একটি ডাইনোসরের ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণটি সঠিকভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণ ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা বলেছেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো।
এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন।
ড. ফিয়ন ওয়াইসুম মা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে ডাইনোসর।
মাথা থেকে লেজ পর্যন্ত ভ্রূণটি ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। এটি ৬ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। ডিমটি প্রথমে ২০০০ সালে আবিষ্কৃত হয়। এরপর ১০ বছর স্টোরেজে রাখা হয়েছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে