রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত ১০ নেপালি নিহত হওয়ার পর রাশিয়া ও ইউক্রেনে কাজের অনুমতি দেওয়া সাময়িক বন্ধ রেখেছে নেপাল সরকার। আজ শুক্রবার নেপাল সরকারের এক কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অনুমতি বন্ধ রাখার কথা জানান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনাবাহিনীতে নেপালিদের নিয়োগ দিতে বারণ করেছে নেপাল এবং সমস্ত নাগরিককে তাৎক্ষণিক দেশে ফেরত পাঠাতে বলেছে। এ ছাড়া নিহত নেপালিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সরকার।
নেপাল সরকার বলছে, অন্তত ২০০ নেপালি রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরএসএস–কে পররাষ্ট্রমন্ত্রী এন. পি. সৌদ বলেন, প্রায় ১০০ নেপালি নিখোঁজ রয়েছে।
যুদ্ধের ময়দানে সাহসিকতা ও দক্ষতার জন্য নেপালের গুরখা সেনাদের খ্যাতি রয়েছে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ব্রিটেন, ভারত ও নেপালের মধ্যেকার এক চুক্তি অনুসারে এ গুরখা সেনারা ভারতীয় ও ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করে আসছে। তবে, রাশিয়ার সঙ্গে এমন কোনো চুক্তি নেই।
বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তরের একজন পরিচালক কবিরাজ উপরেতি বলেন, যুদ্ধে নেপালিদের প্রাণহানি প্রতিরোধে সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে কাজের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের নাগরিকের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া।’
নেপালি অভিবাসীদের বিদেশে বেসামরিক কাজ নেওয়ার জন্য অবশ্যই নেপাল সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। এতে জরুরি প্রয়োজনে তাঁরা রাষ্ট্রীয় সহযোগিতা নিতে পারেন এবং মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা যায়।
কয়েক লাখ নেপালি দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কলকারখানায় ও নির্মাণ খাতে শ্রমিক হিসেবে কাজ করছেন।
গত মাসে নেপাল পুলিশ বেকার তরুণদের রাশিয়ার সেনাবাহিনীতে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে ১০ জনকে আটক করে। অভিযুক্তরা ভ্রমণ ভিসার আড়ালে রাশিয়া ও ইউক্রেন পাঠাতে তরুণদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। নেপাল সরকারের তথ্য অনুসারে, গত দুই বছরে ৮০০–এরও বেশি নেপালিকে রাশিয়ায় বেসামরিক কাজের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু ইউক্রেনে নিযুক্তদের সম্পর্কে কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।
কাঠমান্ডুতে অবস্থিত রুশ দূতাবাসের কাছ থেকে এ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ডিসেম্বরে কাঠমান্ডু পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মানব পাচারকারীরা ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠাতে নেপালি তরুণদের কাছ থেকে জনপ্রতি ৯ হাজার ডলার পর্যন্ত নিয়েছে একটি চক্র।
রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত ১০ নেপালি নিহত হওয়ার পর রাশিয়া ও ইউক্রেনে কাজের অনুমতি দেওয়া সাময়িক বন্ধ রেখেছে নেপাল সরকার। আজ শুক্রবার নেপাল সরকারের এক কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অনুমতি বন্ধ রাখার কথা জানান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনাবাহিনীতে নেপালিদের নিয়োগ দিতে বারণ করেছে নেপাল এবং সমস্ত নাগরিককে তাৎক্ষণিক দেশে ফেরত পাঠাতে বলেছে। এ ছাড়া নিহত নেপালিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সরকার।
নেপাল সরকার বলছে, অন্তত ২০০ নেপালি রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরএসএস–কে পররাষ্ট্রমন্ত্রী এন. পি. সৌদ বলেন, প্রায় ১০০ নেপালি নিখোঁজ রয়েছে।
যুদ্ধের ময়দানে সাহসিকতা ও দক্ষতার জন্য নেপালের গুরখা সেনাদের খ্যাতি রয়েছে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ব্রিটেন, ভারত ও নেপালের মধ্যেকার এক চুক্তি অনুসারে এ গুরখা সেনারা ভারতীয় ও ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করে আসছে। তবে, রাশিয়ার সঙ্গে এমন কোনো চুক্তি নেই।
বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তরের একজন পরিচালক কবিরাজ উপরেতি বলেন, যুদ্ধে নেপালিদের প্রাণহানি প্রতিরোধে সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে কাজের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের নাগরিকের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া।’
নেপালি অভিবাসীদের বিদেশে বেসামরিক কাজ নেওয়ার জন্য অবশ্যই নেপাল সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। এতে জরুরি প্রয়োজনে তাঁরা রাষ্ট্রীয় সহযোগিতা নিতে পারেন এবং মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা যায়।
কয়েক লাখ নেপালি দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কলকারখানায় ও নির্মাণ খাতে শ্রমিক হিসেবে কাজ করছেন।
গত মাসে নেপাল পুলিশ বেকার তরুণদের রাশিয়ার সেনাবাহিনীতে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে ১০ জনকে আটক করে। অভিযুক্তরা ভ্রমণ ভিসার আড়ালে রাশিয়া ও ইউক্রেন পাঠাতে তরুণদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। নেপাল সরকারের তথ্য অনুসারে, গত দুই বছরে ৮০০–এরও বেশি নেপালিকে রাশিয়ায় বেসামরিক কাজের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু ইউক্রেনে নিযুক্তদের সম্পর্কে কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।
কাঠমান্ডুতে অবস্থিত রুশ দূতাবাসের কাছ থেকে এ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ডিসেম্বরে কাঠমান্ডু পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মানব পাচারকারীরা ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠাতে নেপালি তরুণদের কাছ থেকে জনপ্রতি ৯ হাজার ডলার পর্যন্ত নিয়েছে একটি চক্র।
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খ্রিষ্টান সম্প্রদায়কে অস্থির করার এবং বাইরের হস্তক্ষেপকে বৈধ মোড়কে আনার একটি কৌশল। এর দুই দিন আগে গণমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ক্রিশ্চিয়ান মিলিটারি কাউন্সিল’ গঠন হয়েছে এলিয়াস সাব নামে একজনের নেতৃত্বে। যদিও, এখন পর্যন্ত এই নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
১১ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর তাতে বেজায় চটেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
৩২ মিনিট আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গতকাল বুধবার রাতে ঘোষণা করেছেন, তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নতুন ‘ই–ওয়ান’ বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন। তিনি বলেন, ‘এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেটের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়, আন্তর্জাতিক চাপ, সমালোচনার সঙ্গে যেন পাল্লা দিয়েই গাজায় বাড়ছে ইসরায়েলি বর্বরতা। গাজায় অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কয়েকগুণ বেশি আগ্রাসী ইসরায়েল। প্রতিদিনই নির্বিচারে শয়ে শয়ে বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।
২ ঘণ্টা আগে