Ajker Patrika

সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রেসিডেন্ট অনূঢ়া

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২৩: ৫৪
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ফাইল ছবি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ফাইল ছবি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন।

নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এনপিপি মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘সোমবার আমরা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেব। সদস্যদের সংখ্যা ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। তবে তা ২৩ বা ২৪ জনও হতে পারে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশন জানায়, অনূঢ়ার এনপিপি জোট পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৫৯টি পেয়েছে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জয়।

বৃহস্পতিবারের নির্বাচনে এনপিপি জোট ৭০ লাখ অর্থাৎ ৬২ শতাংশ ভোট পেয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনূঢ়া ৪২ শতাংশ ভোট পেয়েছিলেন। তখন পার্লামেন্টে এনপিপির আসন ছিল মাত্র তিনটি। পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত