ঘানার আক্রায় অবস্থিত এগবোগব্লোশি ময়লার ভাগাড় থেকে এই ছবিটি তুলেছেন প্রামাণ্যচিত্র ভিত্তিক আলোকচিত্রী মুন্তাকা কাসান্ত। কিন্তু এই ছবি যে ১৫ বছর বয়সী যুবক মালিককে পরিবারে ফিরিয়ে দেবে তা কে জানত?
গত বছর বিশ্বব্যাপী পরিষেবামূলক সিরিজ ‘প্রজেক্ট ১৭’ এর অধীনে এই ছবিটি তোলা হয়। ‘বার্নার বয়’ হিসেবে তাঁর ছবিটি তোলা হয়েছিল। বার্নার বয় হল ময়লার ভাগাড়ে আগুন জ্বালিয়ে ময়লা পুড়িয়ে ধাতু সংগ্রহকারী। ছবি তোলা পর্যন্তও মুন্তাকা জানতেন না মালিক একজন হারিয়ে যাওয়া বালক।
কিন্তু, ছবিটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরে অনেকে জানান যে এই ছবিটি হারিয়ে যাওয়া এক বালকের। তাঁর খোঁজে হারানো বিজ্ঞপ্তিও ছাপা হয়েছিল।
এরপর খোঁজ নেন মুন্তাকা, জানেন বিস্তারিত। খালার বাসা থেকে পালিয়ে একজন ‘বার্নার বয়’ হয়ে ওঠেন মালিক। পরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মালিককে খালার পরিবারে ফেরানোর ব্যবস্থা করেন মুন্তাকা।
আন্টির সাথে সাক্ষাতের সময় মালিক মাথা নিচু করে ছিলেন। মালিকের অপরিচ্ছন্ন শরীর, পোড়া চামড়া দেখে আন্টি কান্না শুরু করেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো টাকা না থাকলে, না খেয়ে থাকলেও আমি মালিককে দিয়ে এ ধরনের কাজ করাতাম না।’
১৫ বছর বয়সী মালিক বলেন, ‘আন্টির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার বাড়ি ফেরার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’
মালিক এখন আবার আন্টির পরিবারের সাথে মধ্য ঘানায় বাস করছে। একটি মোটরসাইকেল সারানোর দোকানে কাজ শিখছেন।
আলোকচিত্রী মুন্তাকা মালিকের পরিবারে গিয়ে সবার সাথে দেখা করে এসেছেন। মালিককে একটি সাইকেল উপহার দিয়েছেন। তবে মালিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মুন্তাকা। তাঁর জীবন এখনো খুব বেশি উন্নত হওয়ার সুযোগ কম। দারিদ্র্যতার কারণে সে স্কুলেও যেতে পারছে না।
ঘানার আক্রায় অবস্থিত এগবোগব্লোশি ময়লার ভাগাড় থেকে এই ছবিটি তুলেছেন প্রামাণ্যচিত্র ভিত্তিক আলোকচিত্রী মুন্তাকা কাসান্ত। কিন্তু এই ছবি যে ১৫ বছর বয়সী যুবক মালিককে পরিবারে ফিরিয়ে দেবে তা কে জানত?
গত বছর বিশ্বব্যাপী পরিষেবামূলক সিরিজ ‘প্রজেক্ট ১৭’ এর অধীনে এই ছবিটি তোলা হয়। ‘বার্নার বয়’ হিসেবে তাঁর ছবিটি তোলা হয়েছিল। বার্নার বয় হল ময়লার ভাগাড়ে আগুন জ্বালিয়ে ময়লা পুড়িয়ে ধাতু সংগ্রহকারী। ছবি তোলা পর্যন্তও মুন্তাকা জানতেন না মালিক একজন হারিয়ে যাওয়া বালক।
কিন্তু, ছবিটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরে অনেকে জানান যে এই ছবিটি হারিয়ে যাওয়া এক বালকের। তাঁর খোঁজে হারানো বিজ্ঞপ্তিও ছাপা হয়েছিল।
এরপর খোঁজ নেন মুন্তাকা, জানেন বিস্তারিত। খালার বাসা থেকে পালিয়ে একজন ‘বার্নার বয়’ হয়ে ওঠেন মালিক। পরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মালিককে খালার পরিবারে ফেরানোর ব্যবস্থা করেন মুন্তাকা।
আন্টির সাথে সাক্ষাতের সময় মালিক মাথা নিচু করে ছিলেন। মালিকের অপরিচ্ছন্ন শরীর, পোড়া চামড়া দেখে আন্টি কান্না শুরু করেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো টাকা না থাকলে, না খেয়ে থাকলেও আমি মালিককে দিয়ে এ ধরনের কাজ করাতাম না।’
১৫ বছর বয়সী মালিক বলেন, ‘আন্টির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার বাড়ি ফেরার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’
মালিক এখন আবার আন্টির পরিবারের সাথে মধ্য ঘানায় বাস করছে। একটি মোটরসাইকেল সারানোর দোকানে কাজ শিখছেন।
আলোকচিত্রী মুন্তাকা মালিকের পরিবারে গিয়ে সবার সাথে দেখা করে এসেছেন। মালিককে একটি সাইকেল উপহার দিয়েছেন। তবে মালিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মুন্তাকা। তাঁর জীবন এখনো খুব বেশি উন্নত হওয়ার সুযোগ কম। দারিদ্র্যতার কারণে সে স্কুলেও যেতে পারছে না।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
৬ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৩২ মিনিট আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৪০ মিনিট আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে