Ajker Patrika

জিম্মি জাহাজে সশস্ত্র পাহারায় ৪ জলদস্যু, ছবি প্রকাশ করল ভারতীয় নৌবাহিনী

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৫: ১৯
জিম্মি জাহাজে সশস্ত্র পাহারায় ৪ জলদস্যু, ছবি প্রকাশ করল ভারতীয় নৌবাহিনী

জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি জাহাজে পাহারায় থাকা সোমালিয়ার চার জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতের নৌবাহিনী। ওই ছবিতে জাহাজের ওপরের দিকে ভারী অস্ত্র হাতে জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। 

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তার জন্য কাছাকাছি এলাকায় ভারতের যুদ্ধজাহাজ ও দূরপাল্লার টহল উড়োজাহাজ মোতায়েন রয়েছে।

এতে আরও বলা হয়, এমভি আবদুল্লাহকে জিম্মি করার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট (এলআরএমপি) পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়। 

গত বৃহস্পতিবার জিম্মি এমভি আবদুল্লাহর ওপর নজরদারি শুরু করে ভারতীয় নৌবাহিনী। ওই দিন সকালে ভারতের যুদ্ধজাহাজটি বাংলাদেশি জাহাজের পথ আটকায়। পরে জিম্মি নাবিকদের নিরাপত্তার স্বার্থে পথ ছেড়ে সেটিকে সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থানে অনুসরণ করতে থাকে।

বৃহস্পতিবার সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি। গতকাল পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ বা কারও সঙ্গে যোগাযোগ করেনি। ধারণা করা হচ্ছে, শিগগির প্রতিনিধির মাধ্যমে মুক্তিপণের প্রস্তাব পাঠাবে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত