Ajker Patrika

হাইতিতে সহিংসতায় ১০ দিনে নিহত ২০৯ 

হাইতিতে সহিংসতায় ১০ দিনে নিহত ২০৯ 

হাইতিতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সহিংসতায় ১০ দিনে দুই শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতায় লিপ্ত হয়েছে। রাজধানীর একটি এলাকার নিয়ন্ত্রণ নিতেই এই সহিংসতা। এতে গত ৮-১৭ জুলাইয়ের মধ্যে ২০৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে প্রায় অর্ধেকই সাধারণ মানুষ, যারা কোনো দলেরই অংশ নয়। 

সহিংসতায় একদিকে প্রতিনিয়ত মানুষ মরছে, অন্যদিকে এর কারণে খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিবিসির সঙ্গে আলাপে স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁর জীবন যেন ভয়, হতাশা ও মানসিক চাপের এক দুঃসহ চক্রে আটকা পড়েছে। 

গত বছর দেশটির প্রেসিডেন্ট জোভেনেল ময়েজ আততায়ীর হাতে নিহত হওয়ার পর থেকেই সেখানে সহিংসতা বেড়ে যায়। তবে গত ৮ জুলাই জি-নাইন ও জি-পেপ নামের দুই অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হলে এর মাত্রা ব্যাপক বেড়ে যায়। 

মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, গত ৮ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে হাইতিতে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে চলা সহিংসতায় ২০৯ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ২৫৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত