Ajker Patrika

চীনে কানাডীয় নাগরিকের কারাদণ্ড অগ্রহণযোগ্য: ট্রুডো 

চীনে কানাডীয় নাগরিকের কারাদণ্ড অগ্রহণযোগ্য: ট্রুডো 

গুপ্তচরবৃত্তির অভিযোগে মাইকেল স্প্যাভর নামের একজন কানাডীয় নাগরিককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। এই রায় অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ বুধবার একটি বিবৃতিতে ট্রুডোর পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। 

বিবৃতিতে ট্রুডো বলেন, মাইকেল স্প্যাভরের বিরুদ্ধে দেওয়া রায় সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অন্যায়। 

 এদিকে আজ বুধবার চীনের ড্যানডংয়ের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে স্প্যাভরকে ১১ বছরের কারাদণ্ড দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের কারণে কানাডা এবং চীনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। 

২০১৮ সালে চীনে গ্রেপ্তার হন দুই কানাডীয় মাইকেল কোভরিগ ও মাইকেল স্প্যাভোর। যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের জ্যেষ্ঠ নির্বাহী মেং ওয়ানঝোকে কানাডা আটকের পরপরই চীনে এই দুজনকে আটক করা হয়েছিল। 

সম্প্রতি কানাডায় বন্দি থাকা হুয়াওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেং ওয়ানঝোকে ফিরিয়ে আনার বিষয়ে চলমান প্রচেষ্টার মাঝেই এই রায় প্রকাশ হলো। 

এদিকে গতকাল মঙ্গলবার মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত কানাডীয় নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গেরও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন চীনের একটি আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত